Ajker Patrika

‘বিএনপি জনগণের দল, সব সময় জনগণের পাশে আছে’

সিলেট প্রতিনিধি
আপডেট : ২৩ মে ২০২২, ১২: ৩৬
Thumbnail image

সিলেট মহানগর বিএনপির উদ্যোগে নগরীর বিভিন্ন ওয়ার্ডে পানিবন্দী অসহায় মানুষের মধ্যে খাদ্য, পানীয়, ওরস্যালাইন ও ওষুধ বিতরণ করা হয়েছে। গতকাল রোববার দুপুরে নগরীর ঘাসিটুলা, মোল্লাপাড়া, মজুমদাড়পাড়া, কানিশাইল ও শামীমাবাদ এলাকায় এই খাদ্য, পানীয়, ওরস্যালাইন ও ওষুধ বিতরণ করা হয়।

এ সময় সিলেট মহানগর বিএনপির সদস্যসচিব মিফতাহ্ সিদ্দিকী বলেন, মহানগর বিএনপি, জেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের প্রতিটি স্তরের নেতা-কর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রথম দিন থেকে বন্যার্ত মানুষের পাশে রয়েছে। পাশে রয়েছেন বিএনপির জনপ্রতিনিধিরা, অন্যদিকে নৌ-বিলাস করছেন অন্যরা। নৌ-বিলাসে নয়, বিএনপি অসহায় বন্যার্তদের দ্বারে দ্বারে ঘুরছে। বিএনপি জনগণের দল তাই সব সময় জনগণের পাশে রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, কাউন্সিলার রোকসানা বেগম শাহনাজ, সালেহ আহমদ খসরু, সদস্য মাহবুব চৌধুরী, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাব্বির আহমদ বাচ্চু, ১০ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক সাহাব উদ্দিন, সাইদুর রহমান বুদুরী, সিলেট মহানগর শ্রমিক দলের সভাপতি ইউনুছ মিয়া, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল ওয়াহিদ সোহেল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদ তুহেল, জাহাঙ্গীর আলম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত