Ajker Patrika

রূপসায় ১৩ কেন্দ্রের ১০টিই ঝুঁকিপূর্ণ

রূপসা প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৭: ১৩
রূপসায় ১৩ কেন্দ্রের ১০টিই ঝুঁকিপূর্ণ

রূপসার ঘাটভোগ ইউপিতেও নির্বাচন হচ্ছে আজ। এখানে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ৫ জন। সাধারণ পদে ৪৯ জন এবং সংরক্ষিত আসনে ১৩ জন প্রার্থী অংশগ্রহণ করছেন। এখানে ১৩টি ভোট কেন্দ্রের মধ্যে ১০টিই ঝুঁকিপূর্ণ বলে জানা গেছে।

সূত্রমতে, নির্বাচন মনিটরিং করবেন উপজেলা নির্বাচন অফিসার মোল্লা নাসির আহম্মেদ ও রিটার্নিং হিসেবে উপজেলা শিক্ষা কর্মকর্তা শেখ আব্দুর রব।

এ নির্বাচনে মোট ১৩টি ভোট কেন্দ্রের মধ্যে ১০টি ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রধান সমন্বয়কারী রুবাইয়া তাছনিম বলেন, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে একাধিক নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন। কোন কেন্দ্রে জটিলতা বা সমস্যা সৃষ্টি হলে তারা তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিচার কার্য পরিচালনা করবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত