Ajker Patrika

ইসলামে সৎ ব্যবসায়ীর মর্যাদা

ড. এ এন এম মাসউদুর রহমান
ইসলামে সৎ ব্যবসায়ীর মর্যাদা

আল্লাহ তাআলা ব্যবসা-বাণিজ্যকে হালাল করেছেন। যাঁরা ব্যবসা করেন তাঁরাই ব্যবসায়ী। নবী-রাসুল, সাহাবি, তাবিয়িগণসহ অনেকেই ব্যবসা করে জীবিকা নির্বাহ করেছেন। ব্যবসা মহৎ পেশা। কিন্তু সে পেশা অবশ্যই নির্ভেজাল ও ত্রুটিমুক্ত হতে হবে। কোনোভাবেই ব্যবসাকে কলুষিত করা অমানবিক। যারা সত্য ও বিশ্বস্ততার সঙ্গে ব্যবসা-বাণিজ্য করেন, তাঁরা যেমন মানুষের কাছে সম্মানীত, তেমনি আল্লাহর কাছে খুবই মর্যাদাবান। মহানবী (সা.) বলেন, ‘সত্যবাদী ও বিশ্বস্ত ব্যবসায়ীরা আখিরাতে নবী, সিদ্দিক ও শহীদগণের সঙ্গে থাকবেন।’ (তিরমিজি) অপরদিকে যাঁরা অসাধু ব্যবসায়ী, তাঁদের হাশর-নশর হবে পাপী লোকজনের সঙ্গে। মহানবী (সা.) বলেন, ‘যে ব্যবসায়ীরা আল্লাহভীতিসহ ব্যবসা করেছেন, সত্য বলেছেন এবং মানুষের সঙ্গে সদাচরণ করেছেন, তাঁরা ছাড়া অন্য ব্যবসায়ীরা কিয়ামতের দিন পাপী হয়ে পুনরুত্থিত হবে।’ (তিরমিজি)

বর্তমানে দেখা যায়, বিভিন্ন অজুহাতে ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বাড়িয়ে দেন। ফলে ক্রেতারা নিরুপায় হয়ে পড়ে এবং প্রয়োজন অনুপাতে কিনতে পারেন না। এটি একপ্রকার জুলুম। এমতাবস্থায় ব্যবসায়ীদের উচিত উদারতা অবলম্বন করা এবং জনকল্যাণের কথা ভেবে স্বাভাবিক লাভ করা। কারণ, প্রয়োজনের তাগিদেই সাধারণ মানুষ ব্যবসায়ীদের কাছে এসে দ্রব্যাদি কেনে। এ সুযোগ কাজে লাগিয়ে তাঁদের প্রতি কঠোরতা করা ব্যবসায়ীদের জন্য সমীচীন নয়। তাই তো মহানবী (সা.) বলেন, ‘আল্লাহ তাআলা ওই ব্যক্তির ওপর রহম করুন, যিনি বেচাকেনা ও ঋণ পরিশোধে উদারতা অবলম্বন করেন।’ (বুখারি) তিনি আরও বলেন, ‘আল্লাহ ওই ব্যবসায়ীকে জান্নাতে প্রবেশ করাবেন, যিনি বেচাকেনায় সহজতা অবলম্বন করেন।’ (ইবন মাজাহ) আল্লাহ তাআলা বলেন, ‘কিছু ব্যবসায়ী আছে, যারা সঠিক ওজনে কিনে নেয় এবং কম দিয়ে বিক্রি করে তারাই ক্ষতিগ্রস্ত।’ (সুরা তাতফিফ: ১-৩) 

ড. এ এন এম মাসউদুর রহমান, অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত