Ajker Patrika

‘নেতা নয়, ভোটারের মন জয় করুন’

নবীনগর প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৩: ২৩
‘নেতা নয়, ভোটারের মন জয় করুন’

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনের সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল বলেন, ‘ভোটারদের দ্বারে দ্বারে যান, তাঁদের মন জয় করেন। নেতাদের পেছনে ঘুরে লাভ নেই। এবারের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। যাঁরা ভোটারদের মন জয় করতে পারবেন তাঁরাই চেয়ারম্যান হবেন। তাই তদবির করে লাভ নেই।’ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গত শনিবার উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের লাউরফতেহপুর আর এন টি বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন, একাডেমিক ভবন উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ রিপন মিয়ার সঞ্চালনায় বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল। বিশেষ অতিথি ছিলেন নবীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল ছিদ্দিক, নবীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, ফতেহপুর কেজি উচ্চ বিদ্যালয়ের সভাপতি আওলাদ হোসেন, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রশিদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান ফারুক আহাম্মদ সরকার, নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, রবিউল আওয়াল রবি, ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজের অধ্যক্ষ বীর মুক্তি যোদ্ধা সৈয়দ আব্দুল কায়ুম খসরু, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সুজিত তলাপাত্র, উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম নজু, ক্রীড়াবিষয়ক সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দীন, সদস্য আব্দুল্লাহ আল মাসুম প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত