Ajker Patrika

কম খরচে ইউরোপে পড়াশোনা

মুসাররাত আবির
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৩: ১৩
কম খরচে ইউরোপে পড়াশোনা

হাঙ্গেরিকে বলা হয়ে থাকে ইউরোপের উচ্চশিক্ষার প্রধান কেন্দ্র। দেশটির ইউনিভার্সিটি অব ডেব্রিসেনে বিএসসি বায়োলজি নিয়ে পড়াশোনা করছেন বাংলাদেশের আমানি হাসনাত। এ বছরের সেপ্টেম্বর মাসে হাঙ্গেরি সরকার প্রদত্ত স্টাইপেন্ডিয়াম বৃত্তি নিয়ে ইউরোপে পাড়ি জমান তিনি।

বৃত্তি কথা

হাঙ্গেরির বিশ্ববিদ্যালয়গুলো বিদেশি শিক্ষার্থীদের প্রতিবছর নানা ধরনের শিক্ষাবৃত্তির সুযোগ দিয়ে থাকে। ইউনিভার্সিটিভেদে হাঙ্গেরিতে উচ্চশিক্ষার জন্য আবেদনের ক্ষেত্রে আইইএলটিএস স্কোর ৫.৫ বা তার বেশি থাকতে হয়।

প্রতিবছর হাঙ্গেরি সরকার ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি সম্পন্ন করতে আসা বিদেশি শিক্ষার্থীদের স্টাইপেন্ড সুবিধাসহ স্কলারশিপ দিয়ে থাকে। এই স্কলারশিপের মূল লক্ষ্য হচ্ছে, ঐতিহাসিকভাবে হাঙ্গেরির উচ্চশিক্ষার মানকে আন্তর্জাতিকীকরণ এবং বিশ্বজুড়ে হাঙ্গেরির উচ্চশিক্ষার মান ও খ্যাতি ছড়িয়ে দেওয়া। এই বৃত্তিতে শিক্ষার্থীদের সম্পূর্ণ কোর্স শেষ হওয়া পর্যন্ত ব্যাচেলর ও মাস্টার্স লেভেলে শিক্ষার্থীদের প্রতি মাসে ১৩০ ইউরো দেওয়া হবে। আর ডক্টরাল প্রোগ্রামের শিক্ষার্থীরা তাঁদের প্রথম ধাপের প্রথম ২ বছরের জন্য প্রতি মাসে ৪৫০ ইউরো করে মাসিক ভাতা পাবেন। প্রথম ধাপে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপের দ্বিতীয় ২ বছরের জন্য প্রতি মাসে ৫৫০ ইউরো করে মাসিক ভাতা পাবেন। বাংলাদেশ এডুকেশন মিনিস্ট্রির ওয়েবসাইট থেকে জানা যায় এখানে প্রতিবছর অনার্স, মাস্টার্স এবং পিএইচডি মিলিয়ে ১০০ জনকে এই বৃত্তি দেওয়া হতো, যা টিউশন ফির পাশাপাশি থাকা-খাওয়ার মতো আনুষঙ্গিক খরচও বহন করে।

পড়াশোনা ও টিউশন ফি

ওয়ার্ল্ড র‍্যাঙ্কিংয়ে প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের অনেকগুলোই হাঙ্গেরিতে আছে। এখানে মেডিসিন, ফার্মেসি, ডেন্টিস্ট্রি, অর্থনীতি, ব্যবসায় প্রশাসন, সামাজিক বিজ্ঞান, মানবিক, পরিবেশবিজ্ঞান, খাদ্যবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং প্রভৃতি বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করা যায়।

প্রতিটি বিশ্ববিদ্যালয় তাদের উন্নত ল্যাব, রিসার্চ ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে; যা পড়াশোনা শেষ করার সঙ্গে সঙ্গে চাকরিতে নিয়োগে সর্বোচ্চ সহযোগিতা করে।

ব্যাচেলর ডিগ্রির মেয়াদ সাধারণত তিন থেকে চার বছর, মাস্টার্স ডিগ্রির মেয়াদ এক থেকে দুই বছর এবং ডক্টরাল ডিগ্রির মেয়াদ তিন থেকে পাঁচ বছর হয়ে থাকে। অধিকাংশ ব্যাচেলর কোর্স হাঙ্গেরিয়ান ভাষায় পড়ানো হলেও, অনেক ইংরেজি কোর্সও রয়েছে। টিউশন ফি প্রতি সেমিস্টারে ২ হাজার ৫০০ থেকে ১০ হাজার ইউরো পর্যন্ত হতে পারে। এটা নির্ভর করে আপনার ইউনিভার্সিটি, কোর্স ও লেভেলের ওপর।

সুযোগ-সুবিধা

হাঙ্গেরি সব সময় বিদেশি ছাত্রছাত্রীদের প্রতি খুবই বন্ধুসুলভ। এখানে ইংরেজি ভাষাভাষীর মানুষ খুব কম হলেও তরুণদের মধ্যে ইংরেজি জানার আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমনকি হাঙ্গেরিয়ান ভাষা শেখার জন্য বিশ্ববিদ্যালয় থেকে বিনা মূল্যে এক বছর হাঙ্গেরিয়ান কোর্সও করানো হয়। আর বাঙালি হাঙ্গেরিজুড়ে বিভিন্ন শহরে আছেন। হাঙ্গেরি সেনজেনভুক্ত দেশ হওয়ায় সেই দেশের ভিসা নিয়ে ২৬টি দেশে যাতায়াত করা যায়। ছুটির সময়ে অন্য দেশে গিয়েও কাজ করে আয় করা যায়। খণ্ডকালীন চাকরি করে মাসে সর্বনিম্ন ৩০ হাজার টাকা আয় করতে পারবেন। একজন শিক্ষার্থী প্রতি সপ্তাহে সর্বোচ্চ ২০ ঘণ্টা কাজ করতে পারবেন। থাকার খরচও খুব কম, পড়াশোনা শেষে খুব সহজেই নাগরিকত্ব ও ইউরোপে চাকরি করার সুযোগ পাবেন। বাংলাদেশি অনেক ছাত্রছাত্রী হাঙ্গেরিতে এসে ফ্রান্স, ইতালি, পর্তুগালে গিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে সহজেই বসবাস করার সুযোগ পান।

ভর্তির প্রক্রিয়া

হাঙ্গেরিতে সাধারণত বছরে দুইবার আবেদন করা যায়। একটি হলো ১ এপ্রিল থেকে ১ জুলাই এবং অপরটি ১ অক্টোবর থেকে ১ ডিসেম্বর। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আবেদনের জন্য রয়েছে তাদের নিজস্ব অনলাইন ওয়েবসাইট।

ভর্তি হতে যা যা লাগবে

  • শিক্ষাগত ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট
  • আইইএলটিএস/টোফেল সার্টিফিকেট
  • মোটিভেশন লেটার ও সিভি
  • কাজের অভিজ্ঞতার সনদ
  • গবেষণাপত্র/রিসার্চ পেপার
  • অ্যাপ্লিকেশন ফি পরিশোধের রসিদ

কাগজগুলো সত্যায়িত করে আবেদন করার পর বিশ্ববিদ্যালয় চাইলে অনলাইন পরীক্ষা নিতে পারে। আপনার পরীক্ষা, একাডেমিক ও অন্যান্য যোগ্যতা বিবেচনা করে আপনাকে ভর্তির ফলাফল জানাবে।

অনুলিখন: মুসাররাত আবির

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতে পোশাকের অর্ডার স্থগিত করছে মার্কিন ক্রেতারা, বাংলাদেশ-ভিয়েতনামে কারখানা স্থানান্তরের পরামর্শ

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

ডোপ টেস্টে পজিটিভ, চবিতে শিক্ষকতা থেকে বাদ দুই প্রার্থী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত