Ajker Patrika

৭ বিদ্রোহীসহ আ.লীগের ১২ নেতা-কর্মী বহিষ্কার

ত্রিশাল প্রতিনিধি
আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৭: ০৪
Thumbnail image

ত্রিশালে দলীয় সিদ্ধান্তের বাইরে প্রার্থী হওয়ায় ও বিদ্রোহীর পৃষ্ঠপোষকতায় সম্পৃক্ত থাকায় এবার আরও ১২ নেতা-কর্মীকে বহিষ্কার করেছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ। উপজেলায় তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। ১২টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রতিপক্ষ নিজ দলেরই বিদ্রোহী প্রার্থীরা। এর আগেও পাঁচ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়।

গত মঙ্গলবার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত নেতা-কর্মীরা হলেন মঠবাড়ী ইউপির বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কদ্দুস মণ্ডল, মঠবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আলমগীর কবীর হারুন, মোক্ষপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম কালুন, সদস্য শামসুদ্দিন ও শওকত আলী সরকার, রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম স্বপন ও রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম হায়দার। বিদ্রোহী প্রার্থী হয়ে দলের সিদ্ধান্ত অমান্য ও শৃঙ্খলা ভঙ্গ করায় তাঁদের বহিষ্কার করা হয়।

এ ছাড়া মঠবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান, সদস্য শহিদুল ইসলাম শহীদ, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি সুজন মিয়া, বৈলর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শাহাদাত হোসেন বাবুল ও সাংস্কৃতিক সম্পাদক এমদাদুল হক ব্যাপারী নৌকা প্রতীকের বিপক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করায় বহিষ্কার করা হয়েছে।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, ‘দলীয় প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান করে নির্বাচনে অংশগ্রহণ করায় ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী কমিটি ও প্রার্থীদের পক্ষ থেকে উপজেলা কমিটির কাছে আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে উপজেলা কমিটির সুপারিশক্রমে জেলা আওয়ামী লীগ বহিষ্কারের এই সিদ্ধান্ত গ্রহণ করে দলীয় সভানেত্রীর কাছে প্রেরণ করে। যারা দলের বিপক্ষে কাজ করবে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য এর আগে গত ১৭ নভেম্বর চারজন বিদ্রোহী প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর একজন মদদদাতাসহ পাঁচজনকে বহিষ্কার করা হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত