Ajker Patrika

বীরশ্রেষ্ঠ মো. রুহুল আমিনের শাহাদতবার্ষিকী পালন

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ১৬: ১৭
বীরশ্রেষ্ঠ মো. রুহুল আমিনের শাহাদতবার্ষিকী পালন

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নে রুহুল আমিন নগরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিনের ৫০তম শাহাদতবার্ষিকী পালন করা হয়েছে।

গতকাল শুক্রবার সকালে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের উদ্যোগে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা।

বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘরের সদস্যসচিব ও তাঁর দৌহিত্র সোহেল চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকের, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের মেয়ে নুর জাহান, ফাতেমা বেগম, বীর মুক্তিযোদ্ধো গোলাম মাওলা, আবু ইফসুফ প্রমুখ। পরে বিশেষ দোয়া ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

প্রসঙ্গত, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতি হিসেবে যে সাতজন বীরকে ‘বীরশ্রেষ্ঠ’ উপাধিতে ভূষিত করা হয়, বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন তাঁদের অন্যতম। ১৯৭১ সালে বিজয়ের ঠিক ছয় দিন আগে ১০ ডিসেম্বর খুলনার রূপসা নদীতে রণতরী পলাশে যুদ্ধরত অবস্থায় পাকিস্তানি হানাদার বাহিনীর জঙ্গি বিমানের গোলার আঘাতে এবং রাজাকারদের নির্যাতনে শহীদ হন তিনি।

স্থানীয় জনসাধারণ বাগমারা গ্রামে রূপসা নদীর পাড়ে রুহুল আমিনের কবরের পাশে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করেন। এ ছাড়া তাঁর নামে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর স্থাপন করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ সীমান্তে সেনাসমাবেশ বাড়াচ্ছে ভারত, চিকেনস নেকের কাছে নতুন তিন গ্যারিসন

‘এখন যুবলীগের কার্যক্রম নেই, তাই এনসিপিতে এসেছি’

রিজভীর পা ছুঁয়ে সালাম করা ট্রাফিক সার্জেন্ট আরিফুল প্রত্যাহার

ডায়াবেটিস, স্থূলতা ও হৃদ্‌রোগ থাকলে বাতিল হতে পারে মার্কিন ভিসার আবেদন

জাহানারার যৌন হয়রানির অভিযোগ নিয়ে মঞ্জু, ‘প্রকৃত সত্য সামনে আসবে’

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ