Ajker Patrika

মাছ ধরতে গিয়ে ভারতের কারাগারে দেশের ৮৮ জেলে

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ০৪
মাছ ধরতে গিয়ে ভারতের কারাগারে দেশের ৮৮ জেলে

বঙ্গোপসাগরে মাছ শিকারে গিয়ে বর্তমানে ভারতের কারাগারে আটক আছেন বাংলাদেশি ৮৮ জেলে। গত বুধবার ৩টি ফিশিং ট্রলারসহ তাঁদের আটক ভারতীয় কোস্টগার্ড। আটক জেলেদের গতকাল বৃহস্পতিবার জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন কলকাতার কাকদ্বীপ মহকুমা আদালত।

বাংলাদেশ ফিশিং ট্রলার মালিক সমিতির কেন্দ্রীয় সহসভাপতি সাইফুল ইসলাম খোকন ভারতীয় কোস্ট গার্ডের হাতে বাংলাদেশের ৮৮ জন জেলেসহ তিনটি ফিশিং ট্রলার আটক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কলকাতার বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা যায়, বঙ্গোপসাগরে ভারতীয় জলসীমা থেকে গত বুধবার বাংলাদেশি ফিশিং ট্রলার এফবি আল রাফি, এফবি সোনার মদিনা ও এফবি শাহ আমানতকে আটক করে ভারতের কোস্ট গার্ড। ৩টি ট্রলারে ছিলেন মোট ৮৮ জন জেলে। আটক ট্রলার ও জেলেদের বুধবার ভারতীয় কোস্ট গার্ডের ফ্রেজারগঞ্জের ঘাঁটিতে নিয়ে যাওয়া হয়। ওই দিন রাতেই আটক জেলেদের ফ্রেজারগঞ্জ থানা-পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

ট্রলারগুলোর মধ্যে এফবি আলরাফি ও এফবি সোনার মদিনার মালিকের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়া ও মহেশখালী। আর এফবি শাহ আমানতের মালিকের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত