Ajker Patrika

মৌলভীবাজার সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট সংবাদদাতা
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২১, ১৩: ৫২
মৌলভীবাজার সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

মৌলভীবাজার সমিতি সিলেটের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সন্ধ্যায় নগরীর জেলা পরিষদ মিলনায়তনে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

সমিতির সভাপতি অধ্যাপক ড. সৈয়দ আশরাফুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ডা. আজিজুর রহমান, অ্যাডভোকেট আব্দুল খালিক, জামিল আহমদ চৌধুরী, এম এ গনি, হাজী এম এ মতিন ও আই আই সিটি অধিদপ্তরের সাবেক মহাপরিচালক বনমালী ভৌমিক।

সভায় স্বাগত বক্তব্য দেন সমিতির সহসভাপতি ও অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক ডা. মো. হেলাল উদ্দিন।

সভায় সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘সামাজিক বন্ধন ছাড়া সমাজের উন্নয়ন সম্ভব নয়। সমাজের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে হবে। কল্যাণমুখী কার্যক্রম সর্বত্র ছড়িয়ে দিতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’

বার্ষিক সাধারণ সভায় প্রতিবেদন পেশ করেন সমিতির সাধারণ সম্পাদক বদরুল আহমদ চৌধুরী। আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন অর্থ সম্পাদক মো. মফিক আলী।

সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের প্রতিবেদনের ওপর আলোচনায় অংশ নেন ডা. মামুন পারভেজ, সমিতির সহসভাপতি অধ্যাপক ডা. মৃগেন কুমার দাস চৌধুরী, রুস্তুম খান, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত