Ajker Patrika

জামালপুরে দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষ, সম্মেলন স্থগিত

জামালপুর প্রতিনিধি
আপডেট : ২৪ জুলাই ২০২২, ১৫: ২৪
জামালপুরে দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষ, সম্মেলন স্থগিত

জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই সাধারণ সম্পাদক প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় তিন থেকে চারটি ফাঁকা গুলিও ছোড়া হয়। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। এ ঘটনার পর ইউনিয়নটির সম্মেলন স্থগিত করা হয়। গত শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে শরিফপুর ইউনিয়নের গোদাশিমলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। গতকাল শনিবার ইউনিয়নটিতে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থী হলেন বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম এবং জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সরকার। সম্মেলনকে কেন্দ্র করে উভয় প্রার্থীর মধ্যে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরেই এ ঘটনা ঘটে বলে স্থানীয় বাসিন্দারা জানান।

জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে গোদাশিমলা বাজারে ওই দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে প্রথমে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন।

এ বিষয়ে রফিকুল ইসলাম আলম বলেন, ‘শুক্রবার রাতে গোদাশিমলা বাজারের একটি কম্পিউটারের দোকানে নেতা-কর্মীদের নিয়ে চা খাচ্ছিলাম। নিশ্চিত পরাজয় জেনে একদল দুর্বৃত্ত আমাদের ওপর হামলা চালায়। এ সময় আমাকে হত্যার উদ্দেশ্যে চার রাউন্ড গুলিও ছোড়া হয়।’ তবে অভিযোগ অস্বীকার করে মাহামুদুল হাসান সরকার মাসুম বলেন, ‘শুক্রবার রাতে আমি শহরে ছিলাম। আমার বাড়ি গোদাশিমলায়। আমার সমর্থকেরা চৌরাস্তার মোড়ে চায়ের দোকানে চা খাচ্ছিল। এমন সময় রফিকুল ইসলাম আলমসহ তার লোকজন আমার এলাকায় ঢুকে সম্মেলনে না যাওয়ার জন্য হুমকি দেয়। একপর্যায়ে আলম তিন রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তার লোকজন আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালায়। এ বিষয়ে জামালপুর সদর থানায় একটি অভিযোগ করেছি।’

এ বিষয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপন বলেন, সম্মেলনকে কেন্দ্র করে দুই সাধারণ সম্পাদক প্রার্থীর মধ্যে উত্তেজনা দেখা দেওয়ায় সম্মেলন স্থগিত করা হয়েছে। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। উভয় পক্ষকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত