Ajker Patrika

জ্বলে ওঠার অপেক্ষায়

খায়রুল বাসার নির্ঝর
আপডেট : ১১ ডিসেম্বর ২০২২, ১১: ০২
Thumbnail image

বৃন্দাবন-শাহনাজ খুশির ছেলে
সৌম্য-দিব্য

নাট্যকার-অভিনেতা বৃন্দাবন দাশ ও অভিনেত্রী শাহনাজ খুশির যমজ ছেলে সৌম্য-দিব্য। মা-বাবা অভিনয়ের সঙ্গে যুক্ত, তাই পরিবারে চমৎকার সাংস্কৃতিক পরিবেশ পেয়েছেন তাঁরা। মা-বাবার কাছে নিয়েছেন অভিনয়ের প্রথম পাঠ। ছোটবেলা থেকে মায়ের সঙ্গে শুটিংয়ে গিয়ে অভিনয়ের প্রতি তৈরি হয়েছে আগ্রহ। এসবই সৌম্য-দিব্যকে টেনে এনেছে অভিনয়ের দিকে। এরই মধ্যে বেশ কিছু নাটক-সিরিজ-সিনেমা ও বিজ্ঞাপনে অভিনয়ের ঝলক দেখিয়েছেন তাঁরা। অল্প সময়ে স্বল্প কাজ দিয়েই আলোচনায় এসেছেন। তানিম নূরের ‘কাইজার’ সিরিজে সৌম্যর অভিনয় আর দশজন পেশাদার অভিনেতাকে হার মানিয়ে দেবে নিশ্চিত। দিব্য অভিনয় করেছেন শ্যাম বেনেগালের বঙ্গবন্ধুর জীবনীচিত্র ‘বঙ্গবন্ধু’তে তরুণ শেখ মুজিবুর রহমানের চরিত্রে। আবার আকরাম খানের ‘নকশি কাঁথার জমিন’ সিনেমায় একসঙ্গেই কাজ করেছেন দুই ভাই।

 রোদেলা টাপুররুবেল-ছন্দার মেয়ে
রোদেলা টাপুর

আশুতোষ সুজনের সিনেমা ‘দেশান্তর’ দিয়ে আলোচনায় উঠে এসেছেন রোদেলা টাপুর। সিনেমাটি যাঁরাই দেখেছেন, সরব হয়েছেন টাপুরের স্বতঃস্ফূর্ত অভিনয়ের প্রশংসায়।

‘দেশান্তর’ টাপুরের প্রথম সিনেমা হলেও অভিনয়ে তিনি একেবারেই নতুন নন। অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দা ও নাট্য নির্মাতা সতীর্থ রহমান রুবেল দম্পতির মেয়ে টাপুর অল্প বয়স থেকেই বিনোদনজগতে কাজ করছেন। প্রথম অভিনয় করেন ৭ বছর বয়সে বাবার পরিচালনায় ‘খোলস’ নাটকে। এরপর বেশ কিছু নাটক ও বিজ্ঞাপনে দেখা গেছে টাপুরকে।

 মাহাদিয়া নাইমনাইম-শাবনাজের মেয়ে
মাহাদিয়া নাইম

তারকা দম্পতি নাইম-শাবনাজের মেয়ে মাহাদিয়া। অভিনয় নয়, গানের সঙ্গেই তিনি বেঁধে নিয়েছেন নিজের প্রাণ। নাইম নিজেও ভালো গান করেন, একাধিক বাদ্যযন্ত্র বাজাতে পারেন। মূলত তাঁরই উৎসাহে গানে এসেছেন মাহাদিয়া। দেশ-বিদেশের জ্যেষ্ঠ শিল্পীদের একাধিক গান কাভার করেছেন। গেয়েছেন মৌলিক গানও। অভি মঈনুদ্দীনের কথা-সুরে, ইউসুফ আহমেদ খানের সংগীত পরিচালনায় ‘দিন গুনে’ গানটি প্রকাশ পেয়েছে এরই মধ্যে। মাহাদিয়াকে ছোটবেলা থেকে মা-বাবা গানের তালিম দিয়েছেন। শাস্ত্রীয় সংগীত ও গজলের তালিম নিয়েছেন সালাউদ্দিন শান্তনুর কাছে। শিখেছেন নজরুলসংগীতও। তবে গানের প্রতি অনুরাগী হওয়ার পেছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছেন বড় বোন নামিরা নাইম। মাহাদিয়ার প্রথম গানের ভিডিওটিও তৈরি হয়েছে নামিরার নির্দেশনায়।

নভেরা রহমানমোমেনা চৌধুরীর মেয়ে
নভেরা রহমান

মা অভিনেত্রী মোমেনা চৌধুরী, তাই নভেরা রহমানের ছোটবেলার বেশির ভাগ সময় কেটেছে আরণ্যক নাট্যদলের সাজঘরে। প্রথম অভিনয়ও মায়ের কোলে বসে, মাত্র তিন-চার মাস বয়সে। পরবর্তী সময়ে শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন ‘পাখিসব করে রব’, ‘একান্নবর্তী’ নাটকগুলোতে। একটু পরিণত বয়সে হাজির হন ‘একাত্তরের ক্ষুদিরাম’ সিনেমায়। রুবাইয়াত হোসেনের ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমায় ডালিয়া চরিত্রে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। এ ছাড়া অমিতাভ রেজার ‘রিকশা গার্ল’ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে কাজ করেছেন নভেরা। সিনেমাটি বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ চলচ্চিত্র উৎসবে অনেক পুরস্কার জিতেছে।

মার্জিয়া বুশরা রোদেলান্যান্‌সির মেয়ে
মার্জিয়া বুশরা রোদেলা

মা ন্যান্‌সির মতোই মিষ্টি কণ্ঠ রোদেলার। তবে ঠিক মায়ের পথে হেঁটে নয়, গানে রোদেলা নিজেকে ছড়িয়ে দিয়েছেন বিভিন্ন আঙ্গিকের দিকে। ফেসবুক-ইউটিউবে যে কাভারগুলো প্রকাশ করেন তিনি, তাতে ‘অনিকেত প্রান্তর’ যেমন আছে, আছে ‘আমায় ডেকো না’, ‘পসুরি’ কিংবা অনুপমের গানও। শুধু অন্যের গান কাভার নয়, হাবিবের সংগীতায়োজনে এরই মধ্যে রোদেলা মৌলিক গানও করে ফেলেছেন। ‘বাধাহীন মনের গল্প’ নামের সেই গান বেশ প্রশংসিত হয়েছে। গানের পাশাপাশি নাচটাও খুব মন দিয়ে করেন রোদেলা। নাচ, গান—দুটোরই চর্চা করছেন সমানতালে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত