Ajker Patrika

গ্রাহকদের ২ কোটি টাকা নিয়ে উধাও

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি 
গ্রাহকদের ২ কোটি টাকা নিয়ে উধাও

কুমিল্লার দেবিদ্বারে গ্রাহকদের আমানতের প্রায় ২ কোটি টাকা নিয়ে আবদুস সাত্তার নামে এক ব্যক্তি উধাও হয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেড জাফরগঞ্জ শাখার কর্মকর্তা। তিনি দেবিদ্বার উপজেলার মুগসাইর গ্রামের বাসিন্দা। গত রোববার গণমাধ্যমকর্মীরা অভিযুক্ত সাত্তার মিয়ার বাড়ি গেলে তাঁর ঘর তালাবদ্ধ পাওয়া যায়।

প্রতারণার শিকার মুগসাইর গ্রামের আবদুল কাদির, তাজুল ইসলাম, শারমিন আক্তার জানান, ‘অভিযুক্ত সাত্তার মিয়া আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেড নামে মুগসাইর এগারোগ্রাম বাজার শাখার এরিয়া ম্যানেজার ছিলেন। ওই শাখায় তিনি গ্রামের মানুষদের আর্থিক সুবিধার প্রলোভন দেখিয়ে ক্ষুদ্র ঋণ, ফিক্সড ডিপোজিট ও ডিপিএসের নামে টাকা সংগ্রহ করেছেন। এভাবে তিনি ২ বছর গ্রাহকদের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছেন। কয়েকদিন ধরে তাঁর ফোন নম্বর বন্ধ পেয়ে বাড়ি গিয়ে দেখি ঘরে তালা। তিনি তাঁর পরিবার নিয়ে পালিয়ে গেছেন। আমরা আমাদের টাকা ফেরত চাই।’

গত রোববার গণমাধ্যমকর্মীরা অভিযুক্ত সাত্তার মিয়ার বাড়ি গেলে তাঁর ঘর তালাবদ্ধ পাওয়া যায়। 

দেবিদ্বার উপজেলা সমবায় কর্মকর্তা মো. মোশারফ হোসেন বলেন, আজিজ কো-অপারেটিভ কমার্স অ্যান্ড ফাইন্যান্স ব্যাংক লিমিটেডের সরকারিভাবে নিবন্ধন নেই। তারা গ্রাহকদের সঙ্গে প্রতারণা করে আসছে অনেকদিন থেকে। সমবায় বিভাগ তাদের বিরুদ্ধে মামলা করেছে। এগারোগ্রাম থেকে ১৫ জন গ্রাহক আমার কাছে এসেছেন। আমি সরেজমিনে তদন্ত করেছি। তাঁর অফিস ও বাড়িতে তালা দেখতে পেয়েছি। তদন্ত প্রতিবেদন ইউএনও ও জেলা সমবায় অফিসে জমা দিয়েছি। উপজেলা ও জেলা সমবায় অফিস প্রতারক সাত্তারের বিরুদ্ধে মামলা করবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত