Ajker Patrika

‘ঢাকা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত হবে চার লেন’

বরিশাল প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১২: ৪২
‘ঢাকা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত হবে চার লেন’

বরিশাল বিভাগীয় কমিশনার মো. সাইফুল হাসান বাদল বলেছেন, দক্ষিণাঞ্চলে যে উন্নয়ন হয়েছে এ সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। তাঁর জন্যই পর্যটন কেন্দ্র কুয়াকাটা এখন ফেরিবিহীন যোগাযোগ ব্যবস্থায় পরিণত হয়েছে। দৃষ্টিনন্দন পায়রা সেতু উন্মুক্ত করে জনগণের যোগাযোগ সহজ করে দিয়েছেন তিনি। কুয়াকাটা মাস্টার প্ল্যানও বাস্তবায়নের পথে। ঢাকা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত হবে ফোর লেন।

গতকাল রোববার জাতীয় দৈনিকের ব্যুরো প্রধানদের সংগঠন ন্যাশনাল ডেইলিজ ব্যুরো চীফ অ্যাসোসিয়েশনের (এনডিবিএ) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বিভাগীয় কমিশনার সাইফুল হাসান এসব কথা বলেন।

এ সময় উপস্থিত বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান বলেন, বরিশালে সাংবাদিকেরা পেশাদারিত্বের সঙ্গে কাজ করছেন।

বিভাগীয় কমিশনার কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাতে এনডিবিএ নেতারা গণমাধ্যমে পেশাদারিত্ব বজায় রাখতে সাংবাদিকতার মান নিশ্চিত করার আহ্বান জানান। বরিশাল বিভাগীয় কমিশনার এবং রেঞ্জ ডিআইজি সাংবাদিকদের এমন দাবির প্রতি একমত পোষণ করেন।

এনডিবিএর সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তরের ব্যুরো চীফ আকতার ফারুক শাহিনের নেতৃত্বে সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন দৈনিক ইনকিলাবের সাংবাদিক নাসিমুল আলম, দৈনিক সমকালের সুমন চৌধুরী, দৈনিক আজকের পত্রিকার খান রফিক প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত