Ajker Patrika

জনবলসংকট, সড়কের কাজে ধীরগতি

হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৫৮
জনবলসংকট, সড়কের কাজে ধীরগতি

চাঁদপুরের হাজীগঞ্জ সড়ক উপবিভাগে জনবল সংকট রয়েছে। এতে সড়কের কাজে ধীর গতি দেখা দিয়েছে। সৃষ্টি হচ্ছে ভোগান্তি।

অফিস সূত্রে জানা গেছে, উপবিভাগীয় প্রকৌশলীর পদ প্রায় ৬ মাস খালি রয়েছে। অতিরিক্ত হিসেবে দায়িত্ব পালন করছেন চাঁদপুরের সহকারী প্রকৌশলী মো. মোশারফ হোসেন। এদিকে তিনটি উপসহকারী প্রকৌশলী পদের মধ্যে দুটি খালি প্রায় ৭ মাস ধরে। অতিরিক্ত হিসেবে এই দায়িত্ব পালন করছেন সার্ভেয়ার মাহরুফ হোসেন।

এ ছাড়া কার্যসহকারীর পাঁচটি পদের মধ্যে তিনটি পদ খালি পড়ে আছে গত কয়েক বছর ধরে।

এ ছাড়া উচ্চমান সহকারী, সুপারভাইজার ও অফিস সহায়ক পদে একটি করে এবং শ্রমিক পদ তিনটি খালি রয়েছে।

হাজীগঞ্জ সড়ক উপবিভাগে এসডি পদে কোনো লোক নেই। এসও পদে ভারপ্রাপ্ত হিসেবে আছেন সার্ভেয়ার মাহরুফ হোসেন। তাঁকে দেখতে হয় হাজীগঞ্জ, কচুয়া, মতলব, হাইমচর ও চাঁদপুর অঞ্চলের কাজে। একা এতগুলো এলাকার সড়কের কাজ তদারকি করতে গিয়ে তিনি হিমশিম খাচ্ছেন।

এদিকে হাজীগঞ্জ সড়ক উপবিভাগ অফিসে এসে জনবল সংকটের কারণে ঠিকাদারসহ সুবিধাভোগীদের পড়তে হয় চরম ভোগান্তিতে।

হাজীগঞ্জ সড়ক উপবিভাগের দায়িত্বরত সার্ভেয়ার ও অতিরিক্ত উপসহকারী প্রকৌশলী মাহরুফ হোসেন বলেন, ‘হাজীগঞ্জ-রামগঞ্জ, হাজীগঞ্জ-কচুয়া, চাঁদপুর-কুমিল্লা সড়কের কার্যক্রম আমাকেই দেখতে হয়। আমাদের জনবল সংকট রয়েছে। এ কারণে কার্যক্রমে কিছুটা বিঘ্ন সৃষ্টি হয়েছে।’

হাজীগঞ্জ সড়ক উপবিভাগের ভারপ্রাপ্ত প্রকৌশলী চাঁদপুরের সহকারী প্রকৌশলী মো. মোশারফ হোসেন বলেন, ‘আমরা আশা করছি ১৫ দিনের মধ্যে জনবল পূরণ হবে। কাজের গতি আবার আগের মতো স্বাভাবিক হবে।’

চাঁদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শামসুজ্জোহা বলেন, ‘হাজীগঞ্জ সড়ক উপবিভাগে বিভিন্ন পদে জনবল সংকট দেখিয়ে আমরা ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরকে জানিয়েছি। আশা করি অতি দ্রুত এসব পদে জনবল নিয়োগ হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত