নোয়াখালী, হাতিয়া ও সেনবাগ প্রতিনিধি
নোয়াখালীর সদর, সেনবাগ, বেগমগঞ্জ ও হাতিয়া উপজেলার সাত ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ আজ বুধবার। তবে প্রার্থীদের নির্বাচনী অফিস ভাঙচুর, নির্বাচনী এলাকা থেকে অস্ত্র উদ্ধারসহ বহিরাগতদের আনাগোনা বেড়ে যাওয়ায় শঙ্কার কথা জানিয়েছেন ভোটাররা।
প্রশাসন বলছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। সুষ্ঠু নির্বাচনে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার শহীদুল ইসলাম তদারকিতে রয়েছেন।
এদিকে গতকাল ভোররাতে সেনবাগের মোহাম্মদপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ফিরোজ আলম ভূঞার দুটি নির্বাচনী অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এর আগে সোমবার রাত ৩টার দিকে নির্বাচনী এলাকায় কর্তব্যরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কেশারপাড় ইউনিয়নের একটি সড়কের পাশের একটি ঝোপের ভেতর থেকে বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করে টহল পুলিশ। অস্ত্রগুলো একটি বস্তার মধ্যে ছিল। এগুলোর মধ্যে চারটি চাপাতি, দুটি কিরিচ, দুটি স্টিলের পাইপ, চারটি লোহার রড ও চারটি লাঠি ছিল।
নির্বাচন সামনে রেখে কোনো কুচক্রী মহল নাশকতা সৃষ্টির লক্ষ্যে অস্ত্রগুলো মজুত করেছে—এমনটাই পুলিশের ধারণা। তবে অস্ত্র উদ্ধারের সময় কাউকে না পাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার আজকের পত্রিকাকে বলেন, তিন ইউপি নির্বাচন সম্পন্ন করতে পাঁচ প্লাটুন বিজিবি, র্যাবের পাঁচটি ভ্রাম্যমাণ টিম, ছয়জন ম্যাজিস্ট্রেট, গোয়েন্দা সংস্থা, আনসার পুলিশ সহ পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, ভোটে সব ধরনের সহিংসতা এড়াতে পুলিশের একাধিক টিম কাজ করছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হবে।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, আজ সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। জেলার সদর উপজেলার বিনোদপুর, বেগমগঞ্জের মিরওয়ারিশপুর, সেনবাগের কেশারপাড়, অর্জুনতলা, মোহম্মদপুর এবং হাতিয়ার হরণী ও চানন্দী ইউনিয়নের ৭৫টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। ৭টি ইউনিয়নের ৭৫টি কেন্দ্রের ৪৭৭টি বুথে বুধবার সকাল ৮টা থেকে একযোগে ভোট গ্রহণ শুরু হবে এবং চলবে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত। সদরের একটি ইউনিয়নে ১৭ হাজার ৭৮৭ জন, বেগমগঞ্জের একটি ইউপিতে ২৩ হাজার ৫৭৯, সেনবাগের তিনটি ইউপিতে ৬৫ হাজার ৪০২ এবং হাতিয়ার দুটি ইউপিতে ৬২ হাজার ৯৭৯ জন ভোটার রয়েছে।
হাতিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জাকির হোসেন বলেন, প্রতিটি কেন্দ্র আমাদের নির্বাচনের উপকরণ পৌঁছেছে। বৃষ্টির কারণে প্রিসাইডিং কর্মকর্তারা মালামাল নিয়ে ভোটকেন্দ্রে যেতে কিছুটা সমস্যা হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের কঠোর নজরদারি রাখা হচ্ছে।
জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মেসবাহ উদ্দিন বলেন, ‘গতকাল দুপুর থেকে বিকেলের মধ্যে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হবে। চারটি উপজেলার ৭টি ইউনিয়নের ৭৫টি কেন্দ্রকে সমান গুরুত্ব দিয়ে আমরা ভোট গ্রহণের প্রস্তুতি নিয়েছি। নির্বাচনী কেন্দ্রে পুলিশ, বিজিবি, র্যাব, গোয়েন্দা শাখা ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন।
পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, কেন্দ্রের নিরাপত্তাসহ নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন জেলা, উপজেলা প্রশাসন, নির্বাচন কমিশন, পুলিশ ও গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছে।
নোয়াখালীর সদর, সেনবাগ, বেগমগঞ্জ ও হাতিয়া উপজেলার সাত ইউনিয়ন পরিষদের (ইউপি) ভোট গ্রহণ আজ বুধবার। তবে প্রার্থীদের নির্বাচনী অফিস ভাঙচুর, নির্বাচনী এলাকা থেকে অস্ত্র উদ্ধারসহ বহিরাগতদের আনাগোনা বেড়ে যাওয়ায় শঙ্কার কথা জানিয়েছেন ভোটাররা।
প্রশাসন বলছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জাম। সুষ্ঠু নির্বাচনে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার শহীদুল ইসলাম তদারকিতে রয়েছেন।
এদিকে গতকাল ভোররাতে সেনবাগের মোহাম্মদপুর ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী ফিরোজ আলম ভূঞার দুটি নির্বাচনী অফিস ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এর আগে সোমবার রাত ৩টার দিকে নির্বাচনী এলাকায় কর্তব্যরত অবস্থায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কেশারপাড় ইউনিয়নের একটি সড়কের পাশের একটি ঝোপের ভেতর থেকে বিপুল পরিমাণ দেশি অস্ত্র উদ্ধার করে টহল পুলিশ। অস্ত্রগুলো একটি বস্তার মধ্যে ছিল। এগুলোর মধ্যে চারটি চাপাতি, দুটি কিরিচ, দুটি স্টিলের পাইপ, চারটি লোহার রড ও চারটি লাঠি ছিল।
নির্বাচন সামনে রেখে কোনো কুচক্রী মহল নাশকতা সৃষ্টির লক্ষ্যে অস্ত্রগুলো মজুত করেছে—এমনটাই পুলিশের ধারণা। তবে অস্ত্র উদ্ধারের সময় কাউকে না পাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহার আজকের পত্রিকাকে বলেন, তিন ইউপি নির্বাচন সম্পন্ন করতে পাঁচ প্লাটুন বিজিবি, র্যাবের পাঁচটি ভ্রাম্যমাণ টিম, ছয়জন ম্যাজিস্ট্রেট, গোয়েন্দা সংস্থা, আনসার পুলিশ সহ পর্যাপ্ত পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, ভোটে সব ধরনের সহিংসতা এড়াতে পুলিশের একাধিক টিম কাজ করছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হবে।
জেলা নির্বাচন কার্যালয়ের তথ্যমতে, আজ সকাল ৮টা থেকে শুরু হয়ে চলবে বিকেল ৪টা পর্যন্ত। জেলার সদর উপজেলার বিনোদপুর, বেগমগঞ্জের মিরওয়ারিশপুর, সেনবাগের কেশারপাড়, অর্জুনতলা, মোহম্মদপুর এবং হাতিয়ার হরণী ও চানন্দী ইউনিয়নের ৭৫টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। ৭টি ইউনিয়নের ৭৫টি কেন্দ্রের ৪৭৭টি বুথে বুধবার সকাল ৮টা থেকে একযোগে ভোট গ্রহণ শুরু হবে এবং চলবে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত। সদরের একটি ইউনিয়নে ১৭ হাজার ৭৮৭ জন, বেগমগঞ্জের একটি ইউপিতে ২৩ হাজার ৫৭৯, সেনবাগের তিনটি ইউপিতে ৬৫ হাজার ৪০২ এবং হাতিয়ার দুটি ইউপিতে ৬২ হাজার ৯৭৯ জন ভোটার রয়েছে।
হাতিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা জাকির হোসেন বলেন, প্রতিটি কেন্দ্র আমাদের নির্বাচনের উপকরণ পৌঁছেছে। বৃষ্টির কারণে প্রিসাইডিং কর্মকর্তারা মালামাল নিয়ে ভোটকেন্দ্রে যেতে কিছুটা সমস্যা হয়েছে। নির্বাচনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে প্রশাসনের কঠোর নজরদারি রাখা হচ্ছে।
জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মেসবাহ উদ্দিন বলেন, ‘গতকাল দুপুর থেকে বিকেলের মধ্যে প্রতিটি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দেওয়া হবে। চারটি উপজেলার ৭টি ইউনিয়নের ৭৫টি কেন্দ্রকে সমান গুরুত্ব দিয়ে আমরা ভোট গ্রহণের প্রস্তুতি নিয়েছি। নির্বাচনী কেন্দ্রে পুলিশ, বিজিবি, র্যাব, গোয়েন্দা শাখা ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ম্যাজিস্ট্রেটরা দায়িত্ব পালন করবেন।
পুলিশ সুপার শহীদুল ইসলাম বলেন, কেন্দ্রের নিরাপত্তাসহ নির্বাচন নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন জেলা, উপজেলা প্রশাসন, নির্বাচন কমিশন, পুলিশ ও গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
২ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪