Ajker Patrika

কবিতার জন্ম

সম্পাদকীয়
কবিতার জন্ম

কবিতা নিয়ে শহীদ কাদরীর ছিল দোদুল্যমানতা। অল্প বয়সেই তাঁর বন্ধুত্ব হয়ে গিয়েছিল শামসুর রাহমান, আল মাহমুদ, ফজল শাহাবুদ্দীনের মতো বিখ্যাত ব্যক্তিদের সঙ্গে। 
শামসুর রাহমানকেই জিজ্ঞেস করতেন শহীদ কাদরী, ‘আমার কি হবে?’

শামসুর রাহমান বলতেন, ‘হ্যাঁ, হবে। তবে আপনার মধ্যে দুটো অপজিট ফোর্স কাজ করে। আপনি খুব ভালো লিখতে পারেন অথবা আপনি নষ্টও হয়ে যেতে পারেন।’

খালেদ চৌধুরী, সুকুমার মজুমদারদের সঙ্গে মেলামেশার কারণে কবিতা লেখা প্রায় ছেড়েই দিয়েছিলেন শহীদ কাদরী। এদের দুজনেরই নখদর্পণে প্লেটো, হেগেল, কান্ট। শহীদ কাদরীও ডুবে গেলেন দর্শনের দুনিয়ায়। দেখলেন, কবিরা কবিতার অনুপ্রেরণা বা আবেগে অনেক কথা বলেন, যার কোনো অর্থ হয় না। তাই প্লেটো তাঁর রিপাবলিক থেকে কবিতাকে ছেঁটে দিয়েছেন। কবিতাকে তখন শহীদ কাদরীর মনে হতো ছেলেমানুষি।

সে সময় সৈয়দ শামসুল হকের প্রথম কবিতার বই ‘একদা রাত্রি’ বেরিয়েছে। সৈয়দ হক এসে শহীদ কাদরীকে ধরলেন, ‘একটা রিভিউ লিখে দাও।’

শহীদ কাদরী বইটা বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু সৈয়দ হক শহীদ কাদরীকে বিলক্ষণ চিনতেন। এই আড্ডা থেকে সরে গেলে যে রিভিউ লেখা লাটে উঠবে, সেটা জানতেন। তাই বললেন, ‘শহীদ ভাই, আপনি একবার গেলে আপনাকে আর পাওয়া যাবে না। এখানে বসেই লিখে দিন।’

এরপর সৈয়দ হক বললেন, ‘বইটার একটা প্রকাশনা উৎসব হয়েছিল। সেখানেই শামসুর রাহমান বলেছিলেন, আহ্, আজকে শহীদ কোথায়? ও ছেলেটা লিখতে পারত। ও নিজেকে নষ্ট করল খামোখাই।’

এই কথা শুনে মন খারাপ হলো শহীদ কাদরীর। তিনি বাড়ি ফিরে সেই সন্ধ্যায় আধঘণ্টার মধ্যে এক বসায় লিখে ফেললেন ‘বৃষ্টি বৃষ্টি’ কবিতাটা।

‘সহসা সন্ত্রাস ছুঁলো। ঘর-ফেরা রঙিন সন্ধ্যার ভীড়ে/ যারা তন্দ্রালস দিগ্বিদিক ছুটলো, চৌদিকে/ ঝাঁকে ঝাঁকে লাল আরশোলার মত যেন বা মড়কে/শহর উজাড় হবে, –বলে গেল কেউ’।

প্লেটোকে অগ্রাহ্য করে অসাধারণ কবিতাটির জন্ম এভাবেই। 

সূত্র: শামস আল মমিনের নেওয়া সাক্ষাৎকার, শহীদ কাদরী স্মারকগ্রন্থ, পৃষ্ঠা ১৪৮-১৮৯

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউটিউবে ১০০০ ভিউতে আয় কত

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত