Ajker Patrika

শপথ নিলেন সেই পেট্রিয়াকা

ফুলবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৩: ৩৯
শপথ নিলেন সেই পেট্রিয়াকা

ফুলবাড়িয়ায় ইউপি সদস্য হিসেবে শপথ নিলেন সেই জীন ক্যাটামিন পেট্রিয়াকা (জেসমিন আকতার)। গতকাল বৃহস্পতিবার জনপ্রতিনিধি হিসেবে শপথ নেন ফিলিপাইনের কন্যা জেসমিন। দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে তিনি রাধাকানাই ইউপির ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে বিজয়ী হন। তিনি বিজয়ী হওয়ার পর সারা দেশে বিষয়টি ছিল আলোচিত।

দবরদস্তা গ্রামের জুলহাস উদ্দিনের সঙ্গে জীন ক্যাটামিন পেট্রিয়াকার দেখা হয় সিঙ্গাপুরে। তিনি জানান, ২০০৮ সালে ফিলিপাইনের একটি বিশ্ববিদ্যালয় থেকে তিনি ফিসারিজ বিভাগে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছেন। এরপর সিঙ্গাপুরে চাকরির সুবাদে পরিচয় জুলহাস উদ্দিনের সঙ্গে। পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

জেসমিন বলেন, দুই বছর পরে নিজেদের দেশে ফেরেন তাঁরা। পরে সিদ্ধান্ত নেন আবদ্ধ হবেন বিয়ের বন্ধনে। সে জন্য ২০১০ সালে জুলহাস পাড়ি জমান ফিলিপাইনে। সেখানে বিয়ে করে পেট্রিয়াকা চলে আসেন জুলহাসর গ্রামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত