Ajker Patrika

অর্থনীতির তথ্যে স্বচ্ছতার প্রশ্ন সিপিডির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ২৩
অর্থনীতির তথ্যে স্বচ্ছতার প্রশ্ন সিপিডির

সরকারের বাজেট, রাজস্ব ও আর্থিক খাতের নানান তথ্য-উপাত্ত নিয়ে প্রশ্ন তুলেছে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি। এ সময় সংস্থাটি দাবি করে, অর্থ মন্ত্রণালয়, ব্যাংকিং খাত ও এনবিআরের তথ্যের মধ্যেও যথেষ্ট সমন্বয়হীনতা রয়েছে। গতকাল রাজধানীর একটি হোটেল আয়োজিত সংলাপে তারা এসব বিষয়ে প্রশ্ন তোলে। সংলাপের বিষয় ছিল ‘ফিসক্যাল ডেটা ফর পলিসি মেইকিং ইন বাংলাদেশ’। এতে সংসদ সদস্য, অর্থনীতিবিদ, সাবেক আমলাসহ বিশিষ্টজনেরা আলোচনায় অংশ নেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান। আর সঞ্চালনা করেন সিপিডির সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। সিপিডির পক্ষে বক্তব্য দেন সংস্থার ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহান।

মূল প্রবন্ধে বলা হয়, প্রান্তিক জনগোষ্ঠীর জন্য বাজেটে কত টাকা বরাদ্দ দেওয়া হয়, তা জানা যায় না। এমনকি রাজস্ব ও ব্যাংকিং বিষয়ে অর্থ বিভাগ, এনবিআর, বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের মধ্যে তথ্যের ব্যাপক সমন্বয়হীনতা রয়েছে।

এডিপি বিষয়ে আইএমইডির দেওয়া তথ্যের সঙ্গে অর্থ বিভাগের তথ্যে মিলে নেই। অডিট রিপোর্ট ঠিকমতো প্রকাশ হয় না। বাজেটে বরাদ্দের তথ্য প্রকাশ করা হলেও খরচের প্রকৃত তথ্য জানা যায় না। এ সময় আলোচনায় অংশ নিয়ে কয়েকজন জনপ্রতিনিধি তথ্য-উপাত্তের ঘাটতি হলে সরকারের নীতি গ্রহণে অসুবিধা হয় বলে মন্তব্য করেন। সরকারি হিসাবসংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ বলেন, তথ্য-উপাত্ত একটি বড় ইস্যু এবং এটা পাওয়াও চ্যালেঞ্জের। পর্যাপ্ত তথ্য সময়মতো না পেলে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নেওয়া সম্ভব নয়।

পরিবেশ, বন ও জলবায়ুবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী বলেন, বাজেটকে আরও স্বচ্ছ হতে হবে এবং বাজেট প্রণয়নে জনপ্রতিনিধিদের সম্পৃক্ততা বাড়াতে হবে। তিনি বলেন, শুধু বাজেট ঘোষণা করলেই হবে না, এতে জনগণের অংশগ্রহণ এবং তা কতটুকু বাস্তবায়ন হয়েছে, সে বিষয়ে এমপিদের কথা বলতে হবে।

আর্থিক খাতে প্রয়োজনীয় তথ্য-উপাত্তের ঘাটতির কথা স্বীকার করে সাবের হোসেন চৌধুরী বলেন, তথ্য-উপাত্ত হালনাগাদ না হলে এবং সহজভাবে সরবরাহ না করা গেলে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নীতিনির্ধারকদের সমস্যা হবে। তাই তথ্য-উপাত্ত আরও সহজে পাওয়ার সুযোগ থাকতে হবে।

আইন, বিচার সংসদ-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য শামীম হায়দার পাটোয়ারী বলেন, সরকারি আয়-ব্যয়ের তথ্য উন্মুক্ত নয়। এখানে যথেষ্ট অস্বচ্ছতা রয়েছে।

পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, উন্নয়ন ত্বরান্বিত করতে চাইলে তথ্য-উপাত্ত সরবরাহ আরও সহজ করতে হবে।

বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক মুখ্য অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর তথ্য পাওয়া যায় না। এতে জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

জিডিপির প্রবৃদ্ধির অর্ধবার্ষিক হিসাব প্রকাশের পরামর্শ দেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, এটা করা হলে আর্থিক খাতে স্বচ্ছতা নিশ্চিত হবে এবং জিডিপির হিসাব নিয়ে যে বিতর্ক দেখা দেয়, তার অবসান ঘটবে। তিনি আলোচকদের বিষয়গুলো যাতে সরকার আমলে নিয়ে তথ্য-উপাত্ত পাওয়ার সুযোগ আরও অবারিত করেন, এ বিষয়ের ওপর গুরুত্বারোপ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত