Ajker Patrika

ভারতের সঙ্গে বন্ধন যুগ যুগ ধরে: মেয়র

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৬: ১৫
Thumbnail image

ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু বলেছেন, ভারত-বাংলাদেশের বন্ধন যুগ যুগ ধরে। আশা করি এই সংগঠন দুই দেশের বন্ধন আরও মজবুত করতে ও সুষ্ঠু ধারার সাংস্কৃতিক চর্চা ও বিকাশে বলিষ্ঠ ভূমিকা রাখবে। মুক্তিযুদ্ধের সময় ভারতের সহযোগিতা চিরস্মরণীয় হয়ে থাকবে।

গত সোমবার সন্ধ্যায় নগরীর মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে ভারত-বাংলাদেশ সাংস্কৃতিক মৈত্রী পরিষদ ময়মনসিংহ জেলা শাখা আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্যে মেয়র টিটু এসব কথা বলেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী, মুজিব শতবর্ষ ও মহান বিজয় দিবস উপলক্ষে এই আয়োজন করা হয়।

মৈত্রী পরিষদের ময়মনসিংহ জেলা শাখা কমিটির সভাপতি হারুন উর রশীদের সভাপতিত্ব ও ময়মনসিংহ জেলা কমিটির যুগ্ম সম্পাদক বিধান চন্দ্র দত্ত ও সাংগঠনিক সম্পাদক শর্মিলা রানী সিংহের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন মৈত্রী পরিষদের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রকি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মৈত্রী পরিষদের ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) স্বাধীন দে। শুভেচ্ছা বক্তব্য দেন সাহিত্য সম্পাদক মতিউল আলম। বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ড. সামিউল আলম লিটন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত