Ajker Patrika

জিগস পাজল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ০৯: ৩৯
জিগস পাজল

জিগস পাজল অ্যাপ বিশ্বের সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপ। এই অ্যাপে আছে ১৩ হাজার এইচডি মানের ছবি, যা দিয়ে পাজল খেলা যায়।

পাজল মেলানোর খেলায় বুদ্ধির চর্চা হয়, স্মৃতিশক্তি ও মনোযোগ বৃদ্ধি পায়। গেম যত এগোতে থাকে, পাজলের টুকরোর সংখ্যা তত বাড়তে থাকে। ৩৬ থেকে শুরু করে ৪০০টি পাজল পিস পাওয়া যাবে এখানে।

চাইলে এখানে ফুল, চিত্রকর্ম, পশু-পাখি, প্রকৃতির ছবি মেলানো যাবে। মেলাতে পারলে তোমার নামে কয়েন জমা হবে। কোথাও আটকে গেলে তোমাকে কিছু সংকেত দেওয়া হবে।

৮৬ মেগাবাইটের অ্যাপটির রেটিং ৪.৫।

এ রকম আরও একটি অ্যাপ হলো ম্যাজিক জিগস পাজল। এতে ডিজনি, নিকেলোডিওন ও পেক্সারের সব চরিত্র দিয়ে পাজল মেলানো যাবে। সারা বিশ্বে অ্যাপটি ডাউনলোড হয়েছে ৫০ লাখবারের বেশি। এতে পাবে মিকি মাউস, আলাদিন, ফ্রোজেন, লায়ন কিংয়ের পাজল। ৬টি থেকে শুরু করে ১ হাজার ২ পিসের পাজল আছে অ্যাপটিতে। এর রেটিং ৪.৮।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত