Ajker Patrika

সওজে অন্তর্ভুক্ত করতে জরিপ

মেঘনা প্রতিনিধি
আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৪: ২১
সওজে অন্তর্ভুক্ত করতে জরিপ

মেঘনা-হোমনা সড়ককে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) থেকে সড়ক ও জনপথ অধিদপ্তরে (সওজ) অন্তর্ভুক্ত করার জন্য টেকনিক্যাল সার্ভের নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলমের এক ডিও পত্রের পরিপ্রেক্ষিতে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. মাখজানুল ইসলাম তৌহিদ স্বাক্ষরিত ১ নভেম্বর এ নির্দেশ দেন।

এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জ জেলার ভাটের চর পয়েন্ট থেকে কুমিল্লা জেলার হোমনা-গৌরীপুর সড়কের ছিনাই মোড় পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার সড়কটি এলজিইডি থেকে সওজের অন্তর্ভুক্ত করার জন্য টেকনিক্যাল সার্ভের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া টেকনিক্যাল সার্ভের চূড়ান্ত রিপোর্টের পর পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানা যায়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলম বলেন, এ সড়কটি হোমনা, মেঘনা, দেবিদ্বার, মুরাদনগর, বাঞ্ছারামপুর উপজেলার জনগণের জন্য অতি গুরুত্বপূর্ণ সড়ক। এটিকে সওজে অন্তর্ভুক্ত করা না গেলে এ অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যাহত হবে। এ চিন্তা করেই সড়কটিকে প্রশস্ত করলে উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৬২০ টাকায় গরুর মাংস, মাইকিং করেও মিলছে না ক্রেতা

গ্রেপ্তার বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকা শিশুকে পুলিশের সামনেই চড়, সমালোচনার ঝড়

জোটের ভোটেও দলীয় প্রতীক: বিএনপির আপত্তি যে কারণে, এনসিপির উদ্বেগ

ইসকন নিষিদ্ধের দাবিতে মিছিলে রাইফেল দেখিয়ে আতঙ্ক সৃষ্টি, গ্রেপ্তার ১

চীনা কর্মকাণ্ডের ঝুঁকি ‘সুস্পষ্টভাবে’ বাংলাদেশ সরকার ও সামরিক বাহিনীর কাছে তুলে ধরব: ব্রেন্ট ক্রিস্টেনসেন

এলাকার খবর
Loading...