Ajker Patrika

যানজটে নাকাল বারহাট্টাবাসী

বারহাট্টা (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৫: ০৩
যানজটে নাকাল বারহাট্টাবাসী

নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাহতা মোড় থেকে থানার মোড় পর্যন্ত যানজট নিত্যদিনের ঘটনা। যে কারণে ভোগান্তিতে পড়েন হাজারো মানুষ। এ রাস্তাটি দিয়ে উপজেলার ৭টি ইউনিয়নের মানুষসহ পার্শ্ববর্তী মোহনগঞ্জ, আটপাড়া ও খালিয়াজুড়ি উপজেলার মানুষ জেলা সদরসহ রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন। কিন্তু যত্রতত্র ট্রাক পার্কিং ও রাস্তার মাঝে হুটহাট করে ইজিবাইক ঘোরানোর কারণে সৃষ্ট যানজটে ভোগান্তির যেন দিন দিন বেড়েই চলেছে।

প্রশাসন ও থানা-পুলিশের তৎপরতা না থাকায় প্রতিনিয়তই ভোগান্তির শিকার হচ্ছেন পথে যাতায়াতকারীরা। এমনটাই অভিযোগ পথচারী ও এলাকাবাসীর।

ঢাকা থেকে মোহনগঞ্জ যাওয়ার পথে বারহাট্টা উপজেলার অগ্রণী ব্যাংকের সামনে প্রায় ৩০ মিনিট যানজটে আটকে থাকা এক যাত্রী বলেন, বারহাট্টা উপজেলা শহরটি এমনিতেই মেইন রোডকে কেন্দ্র করে গড়ে উঠেছে। তাই উপজেলার সকল ব্যবসা প্রতিষ্ঠান এই মেইন রোডে রয়েছে। কর্তৃপক্ষ যদি এখনই সচেতন না হয় তাহলে ভবিষ্যতে যানজট আরও বাড়বে।

বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বারহাট্টা বাজার সড়কের দুপাশের রড সিমেন্ট ও ধানের দোকানগুলোর সামনে সকাল ৮টা থেকে রাত ৮ পর্যন্ত ছোট বড় লোড আনলোড থেকে বিরত থাকার কথা বলা হয়। এই নির্দেশ কিছু ব্যবসায়ী মানলেও অনেক ব্যবসায়ীই তা মানছেন না। তারা রাস্তার পাশে ট্রাক দাঁড় করিয়ে রাখছেনই। এতে করে প্রতিনিয়ত যানজট লেগে থাকতে লক্ষ্য করা যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত