Ajker Patrika

প্লে-ব্যাকের শুরু

সম্পাদকীয়
আপডেট : ০৬ জুন ২০২৩, ১৩: ১৩
প্লে-ব্যাকের শুরু

নিউ থিয়েটার্সের সঙ্গে দীর্ঘকালের সম্পর্ক ছিল পঙ্কজ মল্লিকের। সংগীত পরিচালনা করেছেন, গান গেয়েছেন, গাইয়েছেন অন্যকে দিয়ে। তো সেই নিউ থিয়েটার্সের চিত্র পরিচালক ছিলেন নীতীন বসু। থাকতেন পঙ্কজের পাশাপাশি পাড়ায়। কখনো পঙ্কজকে সঙ্গে করে নিয়ে অফিস যেতেন।

নীতীন বসু তাঁর প্রথম হিন্দি ছবি করেন ‘দেবদাস’। দ্বিতীয় ছবি ‘ভাগ্যচক্র’। এই ভাগ্যচক্রই ভারতীয় সিনেমায় একটি যুগান্তকারী ঘটনা ঘটিয়েছিল। পঙ্কজকে নেওয়ার জন্য নীতীন চলে এসেছেন সকালে। একসঙ্গে নিউ থিয়েটার্সে যাবেন। কিন্তু তখন পঙ্কজ শুনছিলেন ‘প্যাগান’ নামে একটি ইংরেজি ছবির গান—‘কাম উইথ মি হোয়্যার মুনবিমস লাইট তাহিতিয়ান স্কাইস...’। পঙ্কজ নিজেও গাইছিলেন। হঠাৎ পঙ্কজ শুনলেন, নীতীন ডাকছেন, ‘পঙ্কজ, পঙ্কজ!’

রেকর্ড শোনা শেষ করেই কেবল বের হলেন পঙ্কজ। দেখলেন নীতীনের থমথমে মুখ। গাড়িতে নীতীন বসলেন তাঁর ভাইয়ের পাশে। ভাই ড্রাইভ করছিলেন। পঙ্কজ বসলেন পেছনে। একটু পর পঙ্কজ বলতে চাইলেন দেরি হওয়ার কারণ। কিন্তু গম্ভীর নীতীন তাঁর দিকে ফিরেও চাইলেন না। কয়েকবার চেষ্টা করলেন কথাটা পাড়তে, কিন্তু সফল হলেন না।

চৌরঙ্গির কাছে আসতেই নীতীন নেমে গেলেন গাড়ি থেকে। বললেন, মিউজিয়ামের কাছে গাড়ি নিয়ে অপেক্ষা করতে। একটু পর সেখানে এলেন একগাদা ইংলিশ ম্যাগাজিন নিয়ে। অফিসে পৌঁছে যে যার ঘরে যাওয়ার পর নীতীনের ঘরে ডাক পড়ল পঙ্কজের। নীতীন একটা রেকর্ড ছেড়েছেন। ‘প্যাগান’ সিনেমার সেই গানটা বাজছে। তিনি পঙ্কজকে গানের সঙ্গে গলা মিলিয়ে গাইতে বললেন। গান শেষ হতেই পঙ্কজকে জড়িয়ে ধরে নাচতে শুরু করলেন। বলতে লাগলেন, ‘পেয়েছি রে পঙ্কজ, পেয়েছি! কী শুভক্ষণেই না তুই তোর বাড়িতে এই রেকর্ডটির সঙ্গে গাইছিলি! কী বিরাট আইডিয়া তুই আমার মাথায় খেলিয়ে দিলি!’

সেই থেকে শুরু হলো ভারতীয় ছবিতে প্লে-ব্যাক। গান জানা নায়ক-নায়িকার আর দরকার নেই এখন। বাইরে থেকে গাইবেন কেউ, তাঁরা শুধু ঠোঁট মেলাবেন।

সূত্র: পঙ্কজ কুমার মল্লিক, আমার যুগ, আমার গান, পৃষ্ঠা ৯৯-১০০

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত