Ajker Patrika

শারমিনের প্রথম সেঞ্চুরিতে বিধ্বস্ত মার্কিন মেয়েরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১৭: ৪৮
শারমিনের প্রথম সেঞ্চুরিতে বিধ্বস্ত মার্কিন মেয়েরা

বাংলাদেশের ছেলেদের ক্রিকেট দল যখন ব্যর্থতার বৃত্তে খাবি খাচ্ছে, তখন দারুণ সব সাফল্য এনে দিচ্ছেন মেয়েরা। জিম্বাবুয়েকে তাদের মাটিতে ধবলধোলাই করে শুরু। এরপর ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচেই সালমা-রুমানারা হারান শক্তিশালী পাকিস্তানকে। সেই ধারাবাহিকতা ধরে রেখে গতকাল যুক্তরাষ্ট্রকে ২৬৯ রানে উড়িয়ে দিয়েছেন বাংলাদেশের মেয়েরা।

এই ম্যাচে ব্যক্তিগত সাফল্যের নতুন চূড়া স্পর্শ করেছেন নারী দলের ওপেনার শারমিন আখতার। ৫০ ওভার পর্যন্ত খেলে তিনি অপরাজিত থাকেন ১৩০ রানে। ১৪১ বলে ১১ চারে সাজিয়েছেন ইনিংসটা। হারারেতে আগে ব্যাটিং করে শারমিনের সেঞ্চুরিতে ৩২২ রানের পাহাড় গড়ে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ৫৩ রানে গুটিয়ে যায় মার্কিন মেয়েরা।

বাংলাদেশের মেয়েদের ওয়ানডে ইতিহাসে শারমিনই প্রথম সেঞ্চুরির দেখা পেলেন। তবে যুক্তরাষ্ট্র মেয়ে দলের ওয়ানডে স্বীকৃতি নেই বলে ম্যাচটি লিস্ট ‘এ’ হিসেবে বিবেচনা করছে আইসিসি। শারমিনের আগে সালমা খাতুনের অপরাজিত ৭৫ রানের ইনিংসটি ছিল বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ। ২০১৩ সালে ভারতের বিপক্ষে ইনিংসটি উপহার দিয়েছিলেন তিনি। গতকাল তাঁকে ছাড়িয়ে গেলেন শারমিন। দুর্দান্ত এ সেঞ্চুরির পর ম্যাচসেরার পুরস্কার হাতে বাংলাদেশ ওপেনার বলেছেন, ‘টুর্নামেন্টের শুরুতে এই সেঞ্চুরি আমার প্রস্তুতিতে দারুণ সহায়তা করবে। যেকোনো ব্যাটারের জন্য সেঞ্চুরি পাওয়াটা খুব ভালো লাগার ব্যাপার।’

শারমিনের সেঞ্চুরির পাশাপাশি ফারজানা হক করেছেন ৬৭ রান। আরেক ওপেনার মুর্শিদা খাতুন খেলেছেন ৫৬ বলে ৪৭ রানের ইনিংস। তাঁদের সঙ্গে তিনে নামা অধিনায়ক নিগার সুলতানার ২৬ বলে ৩৩ রানের সুবাদে ৫ উইকেট হারিয়ে ৩২২ রানের পুঁজি পায় বাংলাদেশ।

ব্যাটিংয়ের শুরুতেই চাপে পড়ে মার্কিন মেয়েরা। ২৬ রান তুলতেই তাঁরা হারান ৬ উইকেট। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি যুক্তরাষ্ট্র। ৩০.৩ ওভারে ৫২ রান তুলতেই গুটিয়ে যায় তারা। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সালমা, ফাহিমা ও রুমানা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত