Ajker Patrika

প্রতিবন্ধিতা জয় রবিউলের

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৭: ২৭
প্রতিবন্ধিতা জয় রবিউলের

শারীরিক প্রতিবন্ধিত্ব নিয়ে সমাজের কেউ কেউ ভিক্ষাবৃত্তি কিংবা অনুরূপ পন্থা অবলম্বন করে জীবিকা নির্বাহ করে। তবে অদম্য ইচ্ছাশক্তি দিয়ে শুধু নিজেকে নয়, পরিবারের হাল ধরে সচ্ছলভাবে জীবিকা নির্বাহ করছেন রবিউল ইসলাম। জয়পুরহাটের কালাই উপজেলার মহিরুম গ্রামের বাসিন্দা তিনি।

সাইফুল ইসলাম ও রশিদা বেগম দম্পতির প্রথম সন্তান রবিউল ইসলামের জন্ম ১৯৯৬ সালে। বিকলাঙ্গ শরীর নিয়েই তাঁর জন্ম। কোমর থেকে শরীরের ওপরের অংশ স্বাভাবিক গঠনের হলেও নিচের অংশ খাটো। ফলে বয়স হিসাবে কাঙ্ক্ষিত উচ্চতার চেয়ে অনেকাংশে কম।

তবে এলাকার মানুষ রবিউল ইসলামকে খুব ভালোবাসেন। এ বিষয়টি তাঁর মনে ইতিবাচক প্রভাব ফেলে। তিনি সপ্তম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। এ ছাড়া ছোটবেলা থেকেই তাঁর গানবাজনার প্রতি বেশ ঝোঁক ছিল। সেই সূত্র ধরে এলাকার বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁর সরব উপস্থিতি ছিল। একসময় দারিদ্র্যের কারণে আর পড়াশোনা এগোতে পারেননি। পড়াশোনার পাশাপাশি ১০ বছর বয়স থেকে নরসুন্দরের কাজে জড়িয়ে পড়েন। বর্তমানে তাঁর এটিই মূল পেশা।

রবিউল ইসলামের সঙ্গে তাঁর জীবনের গল্প নিয়ে কথা হয় গ্রামের অদূরে মোস্তশার চারমাথার মোড়ে। সেখানে জনৈক আক্কাস মণ্ডলের বাড়ির পেছনের দেয়ালের সঙ্গে টিনের চালার ছোট সেলুন ঘর তাঁর। রবিউল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, অভাবের সংসার। বাবা কৃষিকাজের সঙ্গে জড়িত হলেও সেই আয়ে সংসার চলত না। বাধ্য হয়ে ১০ বছর বয়স থেকে সংসারের হাল ধরেন। এখন এখানে নরসুন্দরের কাজ করেই তাঁর দিন কাটে। উচ্চতা কম হওয়ার কারণে ‘এল’ আকৃতির উঁচু ভিত্তি ভূমির ওপরে দাঁড়িয়ে নিখুঁতভাবে তাঁর পেশাগত কাজ সম্পন্ন করেন।

প্রতিদিন নরসুন্দরের কাজ করে ২০০ থেকে ৩০০ টাকা আয় করেন। কখনোবা ৪০০ টাকা পর্যন্ত আয় করেন। এ টাকায় চলে তাঁর সংসার। পরিবারের মা-বাবা ছাড়াও তাঁর এক ছোট ভাই স্নাতক পর্যায়ে পড়াশোনা করছেন। চার সদস্যের পরিবারের সাহায্য করতে পেরে নিজেকে তিনি ধন্য মনে করেন।

আট-দশজন মানুষের মতো শারীরিকভাবে স্বাভাবিক গঠনের না হলেও সবার স্নেহ-ভালোবাসা পেয়ে নিজেকে কখনো ছোট মনে করেননি তিনি। রবিউলের ইচ্ছাশক্তি ও কর্ম উদ্দীপনার প্রশংসা এলাকাবাসীর মুখে। রবিউল উপযুক্ত সহযোগিতা পেলে আরও সুন্দর ও সচ্ছল জীবন যাপন করতে পারে বলে অনেকেরই প্রত্যাশা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত