Ajker Patrika

পিপীলিকা পিপীলিকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ মে ২০২২, ১১: ৩০
পিপীলিকা পিপীলিকা

পিপীলিকা, পিপীলিকা

দলবল ছাড়ি একা

কোথা যাও, যাও ভাই বলি।

শীতের সঞ্চয় চাই

খাদ্য খুঁজিতেছি তাই

ছয় পায়ে পিলপিল চলি।

ছড়াটি পড়েছ তো? মজার এ ছড়াটি পড়লে বোঝা যায় পিপীলিকা কতটা পরিশ্রমী। তারা ছয় পায়ে পিল পিল করে চলে এবং নতুন কিছু আবিষ্কার করে। এই পিপীলিকা বা পিঁপড়া কীভাবে ফুড আর্টে ফুটিয়ে তুলবে, সেটা কি জানো? এর জন্য লাগবে সবুজ ও লাল আপেল। প্রথমে লাল আপেলটি ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর আপেলটিকে কেটে নিতে হবে মাঝ বরাবর।

এবার খোসাসহ আপেলের একটি অংশ প্লেটের নিচের দিকে বসিয়ে দিতে হবে। তার ওপরের দিকে খোসাসহ লাল আপেলের ছোট অংশ বসিয়ে দাও। তার ওপরে বসিয়ে দাও খোসা ছাড়া আপেলের আরেকটি অংশ। এটি গোল করে কেটে নেবে। এবার এই অংশে কালো আঙুর দিয়ে বানিয়ে নাও দুটো চোখ, মুখ ও শিং। এবার সবুজ আপেল ফালি করে কেটে তিনটি করে দুই পাশে ছয়টি পাখা দিয়ে দাও। নিচের দিকে ছোট্ট করে লেজ বানিয়ে দাও। ব্যস, হয়ে গেল পিপীলিকা। পরিবারের বড়দের সাহায্য নিয়ে এই ফুড আর্টটি করতে পারো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত