বিনোদন ডেস্ক
পর্বতসম চ্যালেঞ্জ নিয়ে বছরটা শুরু করেছিল হলিউড। তবে কয়েক মাসের মধ্যে সন্তোষজনক বক্স অফিস ওপেনিং, পরপর বেশ কিছু ব্লকবাস্টার আবার সচল করেছে ইন্ডাস্ট্রির চাকা। দর্শককে হলে ফিরিয়ে আনার চ্যালেঞ্জ দারুণভাবে উতরে গেছে তারা। তাই ২০২২ যে হলিউডের অন্যতম সফল বছর, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ‘টপ গান: ম্যাভেরিক’ বা ‘দ্য ব্যাটম্যান’-এর সাফল্যের হাত ধরে বছরের শুরুতে যে সুবাতাস লেগেছিল ইন্ডাস্ট্রির পালে, ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’-এর কল্যাণে বছর শেষে তা আরও গতি পেয়েছে।
সেরা হিট
এ বছরের সবচেয়ে চমকপ্রদ ম্যাজিকটা দেখিয়েছেন টম ক্রুজ। ৩০ বছর পর ‘টপ গান’-এর সিক্যুয়েল ‘টপ গান: ম্যাভেরিক’ নিয়ে এসে যে উন্মাদনা তৈরি করেছিলেন, তাতে এক ধাক্কায় সিনেমার আয় পৌঁছাছে ১ দশমিক ৪ বিলিয়ন ডলারে। এটাই এখনো হলিউডের এ বছরের সর্বোচ্চ হিট। তবে টম ক্রুজের ঘাড়ে নিশ্বাস ফেলছেন জেমস ক্যামেরন। তাঁর ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ মুক্তির দ্বিতীয় সপ্তাহ না পেরোতেই বিশ্বব্যাপী প্রায় ৯০০ মিলিয়ন ডলারের ব্যবসা করেছে। এ দৌড় কোথায় গিয়ে থামবে এখনই বলা যাচ্ছে না। ‘জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন’ সমালোচকদের তীব্র নিন্দা পেরিয়েও ১ বিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছে।
এ বছরের সিনেমায় আরেকটি উজ্জ্বল নাম ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’। আয় সাড়ে নয় শ মিলিয়ন ডলারের বেশি। মার্ভেল ও ডিসির মতো প্রতিষ্ঠানের বড় হিটের সঙ্গে টক্কর দিয়েছে অ্যানিমেশন সিনেমা ‘মিনিয়নস: দ্য রাইজ অব গ্রু’। ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ নভেম্বরে মুক্তি পেয়ে এরই মধ্যে ৭৯০ মিলিয়ন ডলারের ব্যবসা করেছে। ‘দ্য ব্যাটম্যান’-এর আয়ও এর কাছাকাছি।
বড় অঙ্কের বক্স অফিস আনতে সুপারহিরো, সাইফাইয়ের প্রতি হলিউডের নির্ভরতা এ বছর আরও বেড়েছে। তার উল্লেখযোগ্য প্রমাণ মার্ভেল কমিকস ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’, বিশ্বব্যাপী এ সিনেমার আয় সাড়ে সাত শ মিলিয়ন ডলারের বেশি।
স্ট্রিমিং দুনিয়া
স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর যে রমরমা অবস্থার কথা আশা করা হয়েছিল, তা এ বছর হয়নি। সিনেমা হল সচল হওয়ার পর ঘরে বসে কনটেন্ট দেখার হারে কিছুটা হলেও ভাটা পড়েছে। সংবাদমাধ্যম ইন্ডিওয়্যার বলছে, ২০২২ স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর জন্য মৃত বছর। নেটফ্লিক্স এ বছরই উল্লেখযোগ্যসংখ্যক সাবস্ক্র্যাইবার হারিয়েছে।
তবে সাফল্যও আছে। এমন কিছু কনটেন্টও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো এনেছে, যা দেখতে দর্শক হুমড়ি খেয়ে পড়েছেন। সপ্তাহখানেক আগে বছরের সেরা শোয়ের তালিকা প্রকাশ করেছে আইএমডিবি, সেখানে দেখা গেছে প্রথম দুটিই ঐতিহাসিক ফ্যান্টাসি জনরার, ‘হাউস অব দ্য ড্রাগন’ ও ‘দ্য লর্ড অব দ্য রিংস: দ্য রিংস অব পাওয়ার’।
এর আগের বছর রমরমা ছিল ‘স্কুইড গেম’-এর মতো অ্যাকশন ড্রামাগুলো। এ বছর ঐতিহাসিক ফ্যান্টাসি ও সাইফাই হরর জনরার কাজগুলোই মানুষ বেশি দেখেছে। ক্রাইম-ড্রামার ক্ষেত্রেও বছরটা ভালো গেছে এবার। নেটফ্লিক্সের ‘দাহমের-মনস্টার: দ্য জেফরে দাহমের স্টোরি’ তুমুল জনপ্রিয়তা পেয়েছে। প্রাইম ভিডিওর ‘দ্য বয়েজ সিজন থ্রি’ও বেশ ভালো করেছে।
পর্বতসম চ্যালেঞ্জ নিয়ে বছরটা শুরু করেছিল হলিউড। তবে কয়েক মাসের মধ্যে সন্তোষজনক বক্স অফিস ওপেনিং, পরপর বেশ কিছু ব্লকবাস্টার আবার সচল করেছে ইন্ডাস্ট্রির চাকা। দর্শককে হলে ফিরিয়ে আনার চ্যালেঞ্জ দারুণভাবে উতরে গেছে তারা। তাই ২০২২ যে হলিউডের অন্যতম সফল বছর, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ‘টপ গান: ম্যাভেরিক’ বা ‘দ্য ব্যাটম্যান’-এর সাফল্যের হাত ধরে বছরের শুরুতে যে সুবাতাস লেগেছিল ইন্ডাস্ট্রির পালে, ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’-এর কল্যাণে বছর শেষে তা আরও গতি পেয়েছে।
সেরা হিট
এ বছরের সবচেয়ে চমকপ্রদ ম্যাজিকটা দেখিয়েছেন টম ক্রুজ। ৩০ বছর পর ‘টপ গান’-এর সিক্যুয়েল ‘টপ গান: ম্যাভেরিক’ নিয়ে এসে যে উন্মাদনা তৈরি করেছিলেন, তাতে এক ধাক্কায় সিনেমার আয় পৌঁছাছে ১ দশমিক ৪ বিলিয়ন ডলারে। এটাই এখনো হলিউডের এ বছরের সর্বোচ্চ হিট। তবে টম ক্রুজের ঘাড়ে নিশ্বাস ফেলছেন জেমস ক্যামেরন। তাঁর ‘অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার’ মুক্তির দ্বিতীয় সপ্তাহ না পেরোতেই বিশ্বব্যাপী প্রায় ৯০০ মিলিয়ন ডলারের ব্যবসা করেছে। এ দৌড় কোথায় গিয়ে থামবে এখনই বলা যাচ্ছে না। ‘জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়ন’ সমালোচকদের তীব্র নিন্দা পেরিয়েও ১ বিলিয়ন ডলারের বেশি ব্যবসা করেছে।
এ বছরের সিনেমায় আরেকটি উজ্জ্বল নাম ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’। আয় সাড়ে নয় শ মিলিয়ন ডলারের বেশি। মার্ভেল ও ডিসির মতো প্রতিষ্ঠানের বড় হিটের সঙ্গে টক্কর দিয়েছে অ্যানিমেশন সিনেমা ‘মিনিয়নস: দ্য রাইজ অব গ্রু’। ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ নভেম্বরে মুক্তি পেয়ে এরই মধ্যে ৭৯০ মিলিয়ন ডলারের ব্যবসা করেছে। ‘দ্য ব্যাটম্যান’-এর আয়ও এর কাছাকাছি।
বড় অঙ্কের বক্স অফিস আনতে সুপারহিরো, সাইফাইয়ের প্রতি হলিউডের নির্ভরতা এ বছর আরও বেড়েছে। তার উল্লেখযোগ্য প্রমাণ মার্ভেল কমিকস ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’, বিশ্বব্যাপী এ সিনেমার আয় সাড়ে সাত শ মিলিয়ন ডলারের বেশি।
স্ট্রিমিং দুনিয়া
স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর যে রমরমা অবস্থার কথা আশা করা হয়েছিল, তা এ বছর হয়নি। সিনেমা হল সচল হওয়ার পর ঘরে বসে কনটেন্ট দেখার হারে কিছুটা হলেও ভাটা পড়েছে। সংবাদমাধ্যম ইন্ডিওয়্যার বলছে, ২০২২ স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলোর জন্য মৃত বছর। নেটফ্লিক্স এ বছরই উল্লেখযোগ্যসংখ্যক সাবস্ক্র্যাইবার হারিয়েছে।
তবে সাফল্যও আছে। এমন কিছু কনটেন্টও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো এনেছে, যা দেখতে দর্শক হুমড়ি খেয়ে পড়েছেন। সপ্তাহখানেক আগে বছরের সেরা শোয়ের তালিকা প্রকাশ করেছে আইএমডিবি, সেখানে দেখা গেছে প্রথম দুটিই ঐতিহাসিক ফ্যান্টাসি জনরার, ‘হাউস অব দ্য ড্রাগন’ ও ‘দ্য লর্ড অব দ্য রিংস: দ্য রিংস অব পাওয়ার’।
এর আগের বছর রমরমা ছিল ‘স্কুইড গেম’-এর মতো অ্যাকশন ড্রামাগুলো। এ বছর ঐতিহাসিক ফ্যান্টাসি ও সাইফাই হরর জনরার কাজগুলোই মানুষ বেশি দেখেছে। ক্রাইম-ড্রামার ক্ষেত্রেও বছরটা ভালো গেছে এবার। নেটফ্লিক্সের ‘দাহমের-মনস্টার: দ্য জেফরে দাহমের স্টোরি’ তুমুল জনপ্রিয়তা পেয়েছে। প্রাইম ভিডিওর ‘দ্য বয়েজ সিজন থ্রি’ও বেশ ভালো করেছে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪