Ajker Patrika

আজও বৃষ্টি থাকতে পারে বাংলাদেশ ম্যাচে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আজও বৃষ্টি থাকতে পারে বাংলাদেশ ম্যাচে

ইংল্যান্ডের বৃষ্টির মতো বেখেয়ালে নাকি কিছু হয় না! এবার আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে বিলেতে গিয়ে রোদ-বৃষ্টির ইঁদুর-বিড়াল খেলাটা ভালোই টের পাচ্ছে বাংলাদেশ। বৃষ্টির পূর্বাভাস ঠিকঠাক মিলছে না। পরিত্যক্ত হওয়া প্রথম ওয়ানডের দিন যেমন ইংল্যান্ডের আবহাওয়া অধিদপ্তর থেকে বলা হয়েছিল, ম্যাচের শুরু থেকে বৃষ্টির সম্ভাবনা আছে।

অথচ ঝকঝকে রোদ সঙ্গী করে শুরু হয়েছিল দুই দলের প্রথম ওয়ানডে। ম্যাচ যখন ভালোয় ভালোয় শেষ হয়ে যাবে ভাবা হচ্ছিল, তখনই বৃষ্টির আগমন। বাংলাদেশ ইনিংস শেষ হয়ে আয়ারল্যান্ডের ইনিংসের ১৭তম ওভারে শুরু হয় বৃষ্টি। সেই যে অঝোর ধারা ঝরতে লাগল, শেষ পর্যন্ত ম্যাচটা পরিত্যক্ত ঘোষণা করতে বাধ্য হন আম্পায়াররা। বৃষ্টির বাগড়া ছিল আজ দ্বিতীয় ওয়ানডের আগের দিনও। তাতে ম্যাচের আগের দিনের অনুশীলন বাধাগ্রস্ত না হলেও আজ ম্যাচের দিন সেটার ভালো সম্ভাবনাই আছে।

প্রথম ওয়ানডের মতো বৃষ্টির ভাবনা মাথায় নিয়েই মাঠে নামতে হবে দুই দলকে। সিরিজটা বাংলাদেশের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল আয়ারল্যান্ডের জন্য। ‘ছিল’ লেখার অর্থ, সেই গুরুত্ব এখন কিছুটা কমে এসেছে। আয়ারল্যান্ডের কাছে সমীকরণ ছিল, তিন ম্যাচই জিততে হবে। তাহলেই ভারতে সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট পেত আইরিশরা। প্রথম ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় এখন সেটা আর হচ্ছে না। ম্যাচে অবশ্য আইরিশরা ভালোভাবেই ছিল। টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে ২৪৬ রানে আটকে রাখা। তারপর বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৩ উইকেট হারিয়ে ৬৫ রান তোলে আইরিশরা।

সরাসরি বিশ্বকাপে খেলা আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ। তিন ম্যাচ সিরিজের শেষ দুই ওয়ানডে এখন শুধুই আনুষ্ঠানিকতা। বাংলাদেশের কাছে সিরিজটা অবশ্য বিরূপ কন্ডিশনে ক্রিকেটারদের দেখার দারুণ সুযোগ। প্রথম ওয়ানডেতে এই জায়গায় ব্যাটাররা উতরে যেতে পারেননি। বিশেষ করে ইনিংস বড় করতে না পারার ব্যর্থতা চোখে পড়ার মতো। তৌহিদ হৃদয়, সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্তরা থিতু হয়ে ফিরেছেন। এখানে কিছুটা ব্যতিক্রম ছিলেন মুশফিকুর রহিম। গত মার্চে ঘরের মাঠে আয়ারল্যান্ড সিরিজ থেকেই ওয়ানডেতে মুশফিক ব্যাটিং অর্ডারে নতুন দায়িত্ব পেয়েছেন। ফিনিশারের সে দায়িত্বে মুশফিকের ব্যাট থেকে দারুণ সব ইনিংস পাচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচেও তাঁর ৬১ রানের ইনিংসে সফরকারীরা লড়াইয়ের পুঁজি পায়।

প্রথম ম্যাচে বাংলাদেশের একটা ইতিবাচক দিক, লেজের ব্যাটাররাও দলের বিপর্যয়ে এগিয়ে এসেছেন। প্রথমে তাইজুল ইসলাম মুশফিককে সঙ্গ দিয়ে ১৪ রানের ইনিংস খেলেন। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তাইজুল বলেছেন, ‘আমার সঙ্গে একজন ব্যাটার (মুশফিক) ছিল, আমার দায়িত্ব ছিল তাকে সমর্থন দেওয়া। সেখানে আমি অনেক ডট বল খেলেছি। এটা দলের চাহিদা অনুযায়ী ছিল। আমি কিছু সময় উইকেটে থাকায় ওই জুটি হয়েছে, আমাদের রান কিছুটা বেড়েছে। সব সময় চেষ্টা করি আমার ব্যাটিং দিয়ে দলকে যতটা সহায়তা করা যায়। দলকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করি।’ মুশফিকের আউটের পর শরীফুল ইসলামের সঙ্গেও ১৯ রানের জুটি গড়েন তাইজুল।

টেলএন্ডারদের ব্যাটিং নিয়ে গতকাল শরীফুল ইসলাম বলেন, ‘সব দেশের টেলএন্ডাররা এখন ভালো ব্যাটিং করছে। আমরাও চেষ্টা করছি। তাসকিন (আহমেদ) ভাইকে দেখে দেখে আমরা প্রতিদিন নেটে অনুশীলন করছি। একটু হলেও উন্নতি করার চেষ্টা করছি। যদি আমরা ১০-১৫ রান করি, সেটা দলের কাজে দেবে।’ 
বাংলাদেশ অবশ্য টপ অর্ডারের কাছ থেকে বড় ইনিংসেই দিকেই বেশি তাকিয়ে। সেটা হতে পারে আজই। তবে এর আগে আকাশের দিকে তাকিয়ে থাকতে হবে দুই দলকেই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত