Ajker Patrika

শেষ ১৩ দিনে শনাক্ত বেড়েছে ১২ গুণ

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১১: ৪৯
শেষ ১৩ দিনে শনাক্ত বেড়েছে ১২ গুণ

চলতি মাসের শুরুতে করোনা আক্রান্তের সংখ্যা কম থাকলেও শেষ দিকে তা গাণিতিক হারে বাড়ছে। মাসের প্রথম ১৩ দিনে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ১৫৬ জন। পরের ১৩ দিনে (গতকাল বুধবার পর্যন্ত) আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬৩ জন। সে হিসাবে ১৩ দিনে প্রায় ১২ গুণ করোনা শনাক্ত বেড়েছে।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ১ জানুয়ারি বিদেশগামীসহ চারজন করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরের দিন ছিলেন একজন; অথচ শেষ কয়েক দিনে তা বেড়েছে গাণিতিক হারে। গতকাল বুধবার বিদেশগামীসহ আক্রান্তের সংখ্যা ৩০০ জনে ঠেকে। এর আগের দিন গত মঙ্গলবার ২৫৪, আর ২৪ জানুয়ারি ২৭৫ জন আক্রান্ত হন। জানুয়ারি মাসে করোনা আক্রান্ত হয়ে মারা যান ছয়জন।

এদিকে গতকাল বুধবার কুমিল্লায় বিদেশগামীসহ আরও ৩০০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত মঙ্গলবার বিকেল ৫টা থেকে গতকাল বুধবার বিকেল ৫টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ পরিমাণ শনাক্ত হয়। এই সময়ে কেউ মারা যাননি। তবে সুস্থ হয়েছেন আরও ৪৪ জন। কুমিল্লা জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য জানায়।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ওই ২৪ ঘণ্টায় ৫৬০ জনের করোনাভাইরাসের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। নমুনা অনুপাতে শনাক্তের হার৪৩ শতাংশ।

এদিকে করোনার প্রকোপ বৃদ্ধিতে সরকারি বিধিনিষেধ পালনে মাঠে কাজ করছেন বলে জানান জেলার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা। তিনি বলেন, প্রতিটি উপজেলায় ইউএনওর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হচ্ছে। গতকাল নগরীতে দুটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় বিধিনিষেধ না মানায় চারটি মামলা ও ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

কুমিল্লা দোকান মালিক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন বলেন, করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় প্রতিটি প্রতিষ্ঠানে সরকারি বিধিনিষেধসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে মাইকিং করা হচ্ছে। প্রতিদিন সকাল ৯টায় খুলে রাত ৯টার মধ্যে বন্ধ রাখার নির্দেশে দেওয়া হয়েছে।

কুমিল্লার ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী বলেন, কুমিল্লায় করোনা শনাক্তের হার ঊর্ধ্বমুখী। পাশাপাশি বেড়েছে ঠান্ডাজ্বর ও সর্দির প্রকোপ। একই উপসর্গ করোনার নতুন ধরন ওমিক্রনের। অনেকে আবার সাধারণ অসুখ ভেবে করোনা পরীক্ষা করাচ্ছেন না। এই ধরনের লক্ষণ থাকলেও করোনা পরীক্ষা করা প্রয়োজন। আর ওমিক্রনের লক্ষণ খুবই মৃদু হয়। তবে সবাইকে স্বাস্থ্যসচেতন হওয়া জরুরি।

সর্বশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত কুমিল্লায় পরীক্ষার জন্য ২ লাখ ১২ হাজার ৫৯৫ জনের নমুনা পাঠানো হয়েছে। রিপোর্ট এসেছে ২ লাখ ১০ হাজার ৪৯৮ জনের। এর মধ্যে ৪০ হাজার ৫৩৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে জানাজা হলো না সাবেক ভিসি আরেফিন সিদ্দিকের, তীব্র সমালোচনার মুখে প্রশাসন

মধ্যরাতে মহাসড়কে ৩৭ লাখ টাকাসহ এলজিইডি প্রকৌশলী আটক

পররাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অমান্য করে রাষ্ট্রদূতের ফেসবুকে পোস্ট, পাসপোর্ট বাতিলের সিদ্ধান্ত

প্রবাসীর স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় সাবেক শিবির নেতা আটক

১০-১২ বছর খেলেও সিনিয়র হতে পারিনি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত