Ajker Patrika

শিক্ষক নেতারা চৌমুহনীতে

শাহীন রহমান, পাবনা
আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ১২: ৩৩
শিক্ষক নেতারা চৌমুহনীতে

চৌমুহনীসহ নোয়াখালীর বিভিন্ন স্থানে মন্দির, পূজামণ্ডপে হামলা, ভাঙচুর, লুটপাট, সহিংসতা ও হতাহতের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির নেতারা। এর আগে তাঁরা চৌমুহনীর ক্ষতিগ্রস্ত মন্দির ও পূজামণ্ডপগুলো পরিদর্শন করেন। এ সময় ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে তাঁরা প্রশাসনের লোকজনকে অনুরোধ করেন। ক্ষতিগ্রস্তদের সহযোগিতা ও সুষ্ঠু বিচার পেতে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন তাঁরা।

গতকাল সোমবার বিকেলে ঢাবির শিক্ষক সমিতির নেতারা মন্দির ও পূজামণ্ডপ পরিদর্শনে আসেন। পরে তাঁরা স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় করেন। চৌমুহনী প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মো. রহমত উল্যাহ, সাধারণ সম্পাদক ড. মো. নিজামুল হক ভূঁইয়া, টেলিভিশন, প্রিন্ট ও ফটোগ্রাফি বিভাগের অধ্যাপক ড. শফিউল আলম ভূঁইয়া, প্রক্টর ড. এ কে এম গোলাম রাব্বানী, রোবায়েত ফেরদৌস প্রমুখ।

এদিকে গত শুক্রবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে হামলা-ভাঙচুরের সময় পুলিশের ওপর হামলার ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে আরও তিনটি মামলা করার প্রস্তুতি নিচ্ছে।

গতকাল সোমবার বিকেলে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, মন্দিরে হামলার ঘটনায় গত রোববার ইসকনের পক্ষ থেকে একটি এবং পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। পুলিশের কাজে বাধাদান এবং হামলার ঘটনায় আরও তিনটি মামলা প্রক্রিয়াধীন। এসব মামলায় এ পর্যন্ত ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত