Ajker Patrika

ভাঙন এলাকা পরিদর্শন সাবেক সাংসদের

দাকোপ প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২০: ০১
ভাঙন এলাকা পরিদর্শন সাবেক সাংসদের

দাকোপের পানখালী ইউনিয়নের খলিশা গ্রামের নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন খুলনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ননীগোপাল মন্ডল। গত শুক্রবার সকালে তিনি নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন এবং বিকল্প বাঁধ নির্মাণের বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পানখালী ইউপি চেয়ারম্যান শেখ ছাব্বির আহাম্মেদ, যুবলীগ নেতা আফজাল হোসেন খান ও ইউ পি সদস্য শহিদুল শেখ সহ অন্য জনপ্রতিনিধিরা। উল্লেখ্য গত ৬ অক্টোবর বুধবার জোয়ারের পানির তোড়ে পানখালী ইউনিয়নের খলিশা এলাকার ওয়াপদা বেড়িবাঁধের ১০০ ফুট পশুর নদীগর্ভে সম্পূর্ণ বিলীন হয়ে যায়। ভেসে গেছে অর্ধশত পুকুরের সাদা মাছ। তলিয়ে গেছে ২০০ বিঘা আমন ফসলের খেত। ভাঙনের ভয়াবহতায় এলাকাবাসী আতঙ্কিত। পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে ৩১ পোল্ডারের হাজার হাজার বিঘা জমির আমন ধান, মৎস্য খামার ও বসতভিটা প্লাবিত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত