Ajker Patrika

ফজরের নামাজের বিশেষ গুরুত্ব

মুহাম্মাদ ইমরান মুস্তফা
ফজরের নামাজের বিশেষ গুরুত্ব

দেহমন সুস্থ রাখতে রাতের নির্বিঘ্ন ঘুমের বিকল্প নেই। তাই মানুষের যাপিত জীবনে রাত আল্লাহর বড় নেয়ামত। সারা রাতের ঘুমের পর ফুরফুরে দেহমন নিয়ে ফজরের আজানের ধ্বনিতে মুসলমানরা জেগে ওঠেন। আল্লাহু আকবার ধ্বনির সঙ্গে সঙ্গে মুমিনরা বিছানা ছেড়ে মসজিদের দিকে ছুটে যায়। শয়তান বিভিন্নভাবে আলস্য চাপিয়ে দিতে চেষ্টা করে, যেন নামাজি ব্যক্তির নামাজটা কাজা হয়ে যায়। অলসদের ক্ষেত্রে শয়তান সফলও হয়। তবে ত্যাগী ও সচেতনদের শয়তান কাবু করতে পারে না।

ঘুমের মগ্নতা কাটিয়ে ফজরের নামাজের প্রতি যত্নবান হতে পারাটা সত্যিই বড় চ্যালেঞ্জ। তাই ফজরের নামাজের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। আল্লাহ তাআলা এরশাদ করেন ‘তোমরা নামাজসমূহের প্রতি যত্নবান হও; বিশেষত মধ্যবর্তী নামাজ।’ (সুরা বাকারা: ২৩৮) এ মধ্যবর্তী নামাজ বলতে অনেক তাফসিরকার ফজরের নামাজ বুঝিয়েছেন। কারণ, এটি দিন ও রাতের মধ্যবর্তী সময়ে আদায় করা হয়।

ফজরের নামাজের বিশেষ ফজিলত সম্পর্কে রাসুলুল্লাহ (সা.) এরশাদ করেন, ‘যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করল, সে আল্লাহ তাআলার জিম্মায় (নিরাপত্তায়) চলে এল। অতএব (তোমরা তার সীমা লঙ্ঘন করা থেকে বিরত থাকো) যেন তোমাদেরকে নিজের জিম্মাভুক্ত ব্যক্তির বিষয়ে আল্লাহর তলব করতে না হয়। কারণ, তিনি যাকে কোনো বিষয়ে তলব করবেন, তাকে অবশ্যই পাকড়াও করবেন, এরপর অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করবেন।’ (মুসলিম)

দিনকে আল্লাহ তাআলা আমাদের রুটি-রোজগারের জন্য সৃষ্টি করেছেন। এ ক্ষেত্রে নিরাপত্তা জরুরি বিষয়। ফজরের নামাজ আদায় করে দিন শুরু করলে সারা দিন আল্লাহ তাআলার নিরাপত্তায় থাকা যায়। 

লেখক: মুহাম্মাদ ইমরান মুস্তফা, ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত