Ajker Patrika

নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপির ১২ নেতা-কর্মী গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ৩০ আগস্ট ২০২২, ১২: ৫৪
নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপির ১২ নেতা-কর্মী গ্রেপ্তার

নোয়াখালী সদর, বেগমগঞ্জ, সুবর্ণচর ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার রাত থেকে গতকাল সোমবার সকাল পর্যন্ত এই অভিযান চালানো হয়। গতকাল বিকেলে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। তাঁদের সবার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ রয়েছে বলে দাবি পুলিশের।

গ্রেপ্তার নেতা-কর্মীরা হলেন সদর উপজেলার চরমটুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক চান মিয়া (৪৩), বেগমগঞ্জের আবদুর রশিদ (৪৪), আবদুর রহমান (৩২), নূর নবী চৌধুরী (৪৮), ইসমাইল হোসেন রতন (৫৭), তোফায়েল (৬৬), চৌমুহনী পৌর বিএনপির সহসভাপতি জসিম উদ্দিন (৫৭), প্রচার সম্পাদক সুবল (৩৫), সুবর্ণচর শ্রমিক দলের সভাপতি মঞ্জুরুল আলম (৪২), সোনাইমুড়ীর সালমান মুহাম্মদ আহসান ভূঁইয়া (৪৬), আবদুল মোতালেব (৪৫) এবং মাছিমপুর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নূর নবী (৩৪)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বিভিন্ন স্থানে জেলা পুলিশের একাধিক দল বিশেষ অভিযান চালায়। অভিযানে পৃথক স্থান থেকে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপির ১২ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে একাধিক নেতার বিরুদ্ধে আগে থেকেই মামলা রয়েছে।

পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম বিএনপির নেতা-কর্মীদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সম্প্রতি জেলার মাইজদী, চাটখিল ও সোনাইমুড়ীতে তেল-গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও ভোলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে ‘হত্যার’ প্রতিবাদে দেওয়া কর্মসূচিকে ঘিরে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত শতাধিক নেতা-কর্মী আহত হন। ভাঙচুর করা হয় পুলিশের গাড়িসহ কয়েকটি গাড়ি। এসব ঘটনায় সদর থানায় তিনটি ও সোনাইমুড়ী থানায় একটি মামলা করা হয়। মামলাগুলোয় বিএনপির প্রায় দেড় হাজার নেতা-কর্মীকে আসামি করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত