Ajker Patrika

দুর্গাপুরে তিনজনের মনোনয়নপত্র বাতিল

দুর্গাপুর প্রতিনিধি
আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৬: ৩৭
দুর্গাপুরে তিনজনের  মনোনয়নপত্র বাতিল

চতুর্থ ধাপে অনুষ্ঠেয় দুর্গাপুর উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিন ছিল গতকাল সোমবার। চেয়ারম্যান ও সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের মধ্যে ঋণখেলাপি ও মনোনয়নপত্র পূরণে অসম্পূর্ণতা থাকায় স্বতন্ত্র দুজন চেয়ারম্যান ও একজন সাধারণ সদস্যর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহাকারী রিটার্নিং কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, ঋণখেলাপির দায়ে ১ নম্বর নওপাড়া ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম ও ৫ নম্বর ঝালুকা ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোজাহার আলী মণ্ডলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আর বাতিল করা হয় অসম্পূর্ণ থাকায় ৪ নম্বর দেলুয়াবাড়ী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য তজেম উদ্দিনের মনোনয়নপত্র। এ ছাড়া উপজেলার ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১ জন, সাধারণ সদস্য পদে ২১৬ ও সংরক্ষিত নারী পদে ৫৪ জনসহ মোট ২৯৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর উপজেলার নওপাড়া, কিসমত গণকৈড়, পানানগর, দেলুয়াবাড়ী, ঝালুকা ও জয়নগর ইউনিয়নে ভোট হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত