কাউনিয়া প্রতিনিধি
কাউনিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফল ঘোষণার পর ভোটের কর্মীদের ওপর হামলা এবং তিনটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। গত রোববার সন্ধ্যার এ ঘটনায় রাত সাড়ে ১২টার দিকে হারাগাছ থানায় ৬৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে পুলিশ গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটের দিন সন্ধ্যায় সারাই ইউনিয়নের ধুমেরকুঠি দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে উপজেলা নিয়ন্ত্রণকক্ষে ফেরার পথে হামলা চালানো হয়। হামলাকারীরা নির্বাচনী মালামাল বহন করা একটি ও পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করেন। এ সময় পুলিশ ও আনসার বাহিনীর দুজন করে সদস্য আহত হন। পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।
আহতরা হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের নগর বিশেষ শাখার আফফাজুর রহমান ও কিরণ চন্দ্র এবং আনসার সদস্য মো. আব্দুল হাদি ও সাইফুল ইসলাম। তাঁদের মধ্যে আফফাজুরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তালা প্রতীকের সাধারণ সদস্য প্রার্থী মোস্তাক আহাম্মেদ মস্তু ও তাঁর লোকজন এ হামলা চালায় বলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রাকিবুল আলম জানিয়েছেন। তিনি বলেন, ভোট গণনা এবং ফল ঘোষণা করে তিনিসহ নির্বাচনের দায়িত্বে থাকা লোকজন এবং পুলিশ ও আনসার সদস্যরা সন্ধ্যা ৭টার দিকে ব্যালট ও মালামাল নিয়ে কেন্দ্র থেকে বের হন। এ সময় পরাজিত প্রার্থী মোস্তাক ও তাঁর কর্মী-সমর্থকেরা গাড়ির গতিরোধ করে ব্যালট ও সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাঁরা পুলিশের ওপর হামলা এবং তিনটি গাড়ি ভাঙচুর করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক দফায় ২৫টি ফাঁকা গুলি ছোড়ে ও লাঠিপেটা করে।
কেন্দ্রের বাইরে দায়িত্বে থাকা গ্রাম পুলিশ সদস্য আলতাব হোসেন জানান, ভোট নেওয়ার পর থেকে সেখানে প্রার্থী ও কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ কারণে কেন্দ্রে ফল ঘোষণায় দেরি হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ আসে। পরে ফল ঘোষণার পর সেখান থেকে নির্বাচনী লোকজন ও পুলিশ মালামাল নিয়ে উপজেলা নিয়ন্ত্রণকক্ষে যাওয়ার জন্য রাস্তায় বের হয়। এ সময় পরাজিত প্রার্থীর প্রায় তিন থেকে চার শতাধিক উচ্ছৃঙ্খল সমর্থক নির্বাচনী লোকজন ও পুলিশের ওপর ইটপাটকেল নিয়ে হামলা চালায় এবং গাড়ি ভাঙচুর করে।
সদস্য প্রার্থী মোস্তাক দাবি করেন, কেন্দ্রের ভোট গণনা শেষে ফল ঘোষণা না করেই ব্যালট ও সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছিল। তাই বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটায়। টিউবওয়েল প্রতীকের প্রার্থী শফিকুল ইসলামের লোকজন হামলার সঙ্গে জড়িত ছিলেন।
তবে বিজয়ী প্রার্থী শফিকুল বলেন, তাঁর লোকজন হামলার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। ভোটের সময় মোস্তাকের লোকজন বরং বিকেলে তাঁর দুই ছেলেকে মারপিট করেছেন।
যোগাযোগ করা হলে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, এ ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তা রাকিবুল আলম বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০ জনের নামে মামলা করেছেন।
মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. আবু মারুফ হোসেন বলেন, ‘ওই কেন্দ্রে সকাল থেকে বিকেল পর্যন্ত শান্ত পরিবেশ ছিল। কিন্তু সন্ধ্যার পর এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সারা দিনের পরিবেশ দেখে এমনটা ভাবা যায়নি। এ ঘটনায় মামলায় হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
কাউনিয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফল ঘোষণার পর ভোটের কর্মীদের ওপর হামলা এবং তিনটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। গত রোববার সন্ধ্যার এ ঘটনায় রাত সাড়ে ১২টার দিকে হারাগাছ থানায় ৬৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তবে পুলিশ গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভোটের দিন সন্ধ্যায় সারাই ইউনিয়নের ধুমেরকুঠি দর্জিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে উপজেলা নিয়ন্ত্রণকক্ষে ফেরার পথে হামলা চালানো হয়। হামলাকারীরা নির্বাচনী মালামাল বহন করা একটি ও পুলিশের দুটি গাড়ি ভাঙচুর করেন। এ সময় পুলিশ ও আনসার বাহিনীর দুজন করে সদস্য আহত হন। পরিস্থিত নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকটি ফাঁকা গুলি ছোড়ে।
আহতরা হলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের নগর বিশেষ শাখার আফফাজুর রহমান ও কিরণ চন্দ্র এবং আনসার সদস্য মো. আব্দুল হাদি ও সাইফুল ইসলাম। তাঁদের মধ্যে আফফাজুরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তালা প্রতীকের সাধারণ সদস্য প্রার্থী মোস্তাক আহাম্মেদ মস্তু ও তাঁর লোকজন এ হামলা চালায় বলে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা রাকিবুল আলম জানিয়েছেন। তিনি বলেন, ভোট গণনা এবং ফল ঘোষণা করে তিনিসহ নির্বাচনের দায়িত্বে থাকা লোকজন এবং পুলিশ ও আনসার সদস্যরা সন্ধ্যা ৭টার দিকে ব্যালট ও মালামাল নিয়ে কেন্দ্র থেকে বের হন। এ সময় পরাজিত প্রার্থী মোস্তাক ও তাঁর কর্মী-সমর্থকেরা গাড়ির গতিরোধ করে ব্যালট ও সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। তাঁরা পুলিশের ওপর হামলা এবং তিনটি গাড়ি ভাঙচুর করেন। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক দফায় ২৫টি ফাঁকা গুলি ছোড়ে ও লাঠিপেটা করে।
কেন্দ্রের বাইরে দায়িত্বে থাকা গ্রাম পুলিশ সদস্য আলতাব হোসেন জানান, ভোট নেওয়ার পর থেকে সেখানে প্রার্থী ও কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ কারণে কেন্দ্রে ফল ঘোষণায় দেরি হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ আসে। পরে ফল ঘোষণার পর সেখান থেকে নির্বাচনী লোকজন ও পুলিশ মালামাল নিয়ে উপজেলা নিয়ন্ত্রণকক্ষে যাওয়ার জন্য রাস্তায় বের হয়। এ সময় পরাজিত প্রার্থীর প্রায় তিন থেকে চার শতাধিক উচ্ছৃঙ্খল সমর্থক নির্বাচনী লোকজন ও পুলিশের ওপর ইটপাটকেল নিয়ে হামলা চালায় এবং গাড়ি ভাঙচুর করে।
সদস্য প্রার্থী মোস্তাক দাবি করেন, কেন্দ্রের ভোট গণনা শেষে ফল ঘোষণা না করেই ব্যালট ও সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছিল। তাই বিক্ষুব্ধ জনতা এ ঘটনা ঘটায়। টিউবওয়েল প্রতীকের প্রার্থী শফিকুল ইসলামের লোকজন হামলার সঙ্গে জড়িত ছিলেন।
তবে বিজয়ী প্রার্থী শফিকুল বলেন, তাঁর লোকজন হামলার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। ভোটের সময় মোস্তাকের লোকজন বরং বিকেলে তাঁর দুই ছেলেকে মারপিট করেছেন।
যোগাযোগ করা হলে রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী বলেন, এ ঘটনায় প্রিসাইডিং কর্মকর্তা রাকিবুল আলম বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০ জনের নামে মামলা করেছেন।
মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার মো. আবু মারুফ হোসেন বলেন, ‘ওই কেন্দ্রে সকাল থেকে বিকেল পর্যন্ত শান্ত পরিবেশ ছিল। কিন্তু সন্ধ্যার পর এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সারা দিনের পরিবেশ দেখে এমনটা ভাবা যায়নি। এ ঘটনায় মামলায় হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪