Ajker Patrika

যৌন নিপীড়ন মামলায় বরখাস্ত শিক্ষক গ্রেপ্তার

কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
যৌন নিপীড়ন মামলায় বরখাস্ত শিক্ষক গ্রেপ্তার

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে যৌন নিপীড়ন মামলায় বরখাস্ত এক শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে বিদ্যালয় থেকে তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

ওই শিক্ষকের নাম মো. আব্দুল হালিম (৪০)। তিনি উপজেলার নন্দনালপুর ইউনিয়নের কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

জানা গেছে, টিসি দেওয়ার ভয় দেখিয়ে প্রধান শিক্ষক একাধিকবার ওই মেয়েকে যৌন নিপীড়ন করেন। বিষয়টি জানতে পেরে তা মা গত ২ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে কুমারখালী থানায় মামলা করেন।

২০ সেপ্টেম্বর কুষ্টিয়া আদালতে আত্মসমর্পণ করলে ওই শিক্ষককে জেল হাজতে পাঠানো হয়। প্রাথমিক শিক্ষা বিভাগ একই তারিখে তাঁকে সাময়িক বরখাস্ত করে। পরে তিনি জামিনে বেরিয়ে আসেন।

কুমারখালী থানার ওসি মো. মোহসীন হোসাইন বলেন, গতকাল এলাকাবাসী বিদ্যালয় থেকে তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত