Ajker Patrika

হস্তান্তরের বছর পার হলেও উদ্বোধন হয়নি ডাকবাংলো

মেঘনা প্রতিনিধি
Thumbnail image

মেঘনা উপজেলা পরিষদের পেছনে নির্মিত ডাকবাংলো ভবনটি এক বছর আগে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হলেও এখনো উদ্বোধন করা হয়নি। মেঘনা-কাঠালিয়া নদীবেষ্টিত এ উপজেলায় এখন পর্যন্ত পর্যটক কিংবা গুরুত্বপূর্ণ অতিথিদের থাকার জন্য ভালো মানের কোনো হোটেল নেই। উপজেলাবাসী বলছে, ডাকবাংলোটি উদ্বোধন হলে এখানে আসা পর্যটক ও অতিথিদের রাত্রিযাপনের ভোগান্তি দূর হতো, পাশাপাশি অতিথিরা ফি দিয়ে রাত্রি যাপন করলে সরকারের কোষাগারে রাজস্ব জমা হতো। 
সরেজমিনে দেখা যায়, পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় ডাকবাংলোর বাইরের দেয়ালে লোনা পড়ে গেছে। পলেস্তারায় ধরেছে সরু ফাটল।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা পরিষদের এক কর্মচারী বলেন, মাঝেমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তারা আসলে হাজার টাকা খরচ করে রুম পরিষ্কার করতে হয়। ঢাকায় কর্মরত দুলাল নামের মেঘনার এক সরকারি কর্মকর্তা বলেন, ‘পৈতৃক বাড়িতে থাকার পরিবেশ না থাকায় মেঘনায় গিয়ে কেউ থাকে না। জরুরি কোনো প্রয়োজনে বাড়িতে গেলে কাজ শেষে চলে আসি। যদি ডাকবাংলো চালু থাকত তাহলে সরকারি ফি জমা দিয়ে সেখানে থাকতে পারতাম।

বৈদ্যনাথপুরের রেজাউল করিম নামের এক ব্যক্তি বলেন, ‘আমার পরিচিত উচ্চপদস্থ অনেক বন্ধু আছেন। থাকার মতো ভালো পরিবেশ না থাকায় তাঁদের আমার বাড়িতে নিতে পারি না। যদি ডাকবাংলোটি চালু হয় এবং সেখানে অবস্থান করার মতো ভালো পরিবেশ তৈরি করা হয় তাহলে অনেকেই উপকৃত হবেন। পাশাপাশি সরকার রাজস্ব পাবে।

এম আর এন্টারপ্রাইজ নামের ঠিকাদারি প্রতিষ্ঠান ডাকবাংলোটি নির্মাণ করে, যাঁর মালিক মো. রাহাত আহমেদ। তিনি বলেন, ‘এক বছর আগে কাজ শেষ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বুঝিয়ে দিয়েছি। এমনকি জামানতের টাকাও উত্তোলন করেছি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া আক্তারের বলেন, ‘কিছু কারণে এখনো ডাকবাংলোটি উদ্বোধন করা হয়নি। উদ্বোধন করা হলে গণমাধ্যমকর্মীদের জানানো হবে।

উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার বলেন, ‘করোনাকালে কাজ শেষে ঠিকাদার ভবনটি বুঝিয়ে দিয়েছেন, কিন্তু জেলা পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় সাংসদ সময় দিতে না পারায় উদ্বোধন করতে দেরি হচ্ছে। জেলা পরিষদ ভেঙে দেওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমরা শিগগিরই উদ্বোধনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। সাংসদকে নিয়ে উদ্বোধন করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

‘মধ্যমপন্থী’ দল গড়ছেন অভ্যুত্থানের নেতারা, আলোচনায় ইলিশ প্রতীক

রাজধানীর প্রেসক্লাব এলাকায় লিফলেট বিতরণ করল আ.লীগ

লিবিয়ার সৈকতে ২০ জনের গলিত লাশ, সবাই বাংলাদেশি বলে ধারণা

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে যুবদল নেতার মৃত্যু, বিচার চাইল বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত