Ajker Patrika

প্রেম ও রাজনীতির মিশেলে ভিন্ন গল্প

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০৮: ৩৬
প্রেম ও রাজনীতির মিশেলে ভিন্ন গল্প

বছরের শুরুতে বেশ বদল এসেছে কলকাতার সিরিয়ালগুলোতে। গল্পে আসছে নতুন টুইস্ট, বদলাচ্ছে প্রচারের সময়ও। জনপ্রিয় ধারাবাহিকগুলোকে টেক্কা দিতে আসছে নতুন গল্প। সে তালিকায় উল্লেখযোগ্য নাম ‘বালিঝড়’। এতে জুটি বেঁধেছেন অভিনেতা কৌশিক রায় ও তৃণা সাহা। মুখ্য চরিত্রে আছেন আরেক জনপ্রিয় অভিনেতা ইন্দ্রাশিস রায়। প্রেম ও রাজনীতির মিশেলে তৈরি হয়েছে ‘বালিঝড়’ সিরিয়ালের গল্প।

‘বালিঝড়’-এর প্রোমোতে দেখা গেছে, এলাকার প্রভাবশালী রাজনৈতিক নেতা সমুদ্র সেন বিপুল ভোটে জয়ী হয়েছেন। তাঁর বাড়ির সামনে কর্মীদের ভিড়। মিছিল চলছে। এরই মাঝে বক্তব্য দিতে আসেন সমুদ্র। বাবার জয়ের খবর পেয়ে মঞ্চে আসে সমুদ্র সেনের মেয়ে ঝোড়া। নির্বাচনে জেতার পর সমুদ্র সেন দলের দায়িত্ব তুলে দেন মেয়ের হাতে। একই সঙ্গে দলের একনিষ্ঠ কর্মী মহার্ঘ্যর সঙ্গে ঝোড়ার বিয়ের কথাও ঘোষণা করেন তিনি।

কর্মীদের ভিড়ের মধ্যে ছিল স্রোত নামের আরেকজন। বিয়ের ঘোষণা শোনার পর স্রোত সিদ্ধান্ত নেয়, সে ঝোড়ার কাছ থেকে অনেক দূরে চলে যাবে। তাকে চলে যেতে দেখে দৌড়ে আসে ঝোড়া। স্রোত তখন বলে, ‘এখন থেকে তোমার আর আমার জীবনের রাস্তা আলাদা হয়ে গেল ঝোড়া। এখন তুমি দূর আকাশের তারা। মাটিতে দাঁড়িয়ে আকাশের দিকে চোখ মেলে তোমায় দেখব।’ এরপর ঝোড়ার কাছ থেকে দূরে চলে যায় স্রোত। ঝোড়া ছলছল চোখে তাকিয়ে থাকে তার চলে যাওয়ার দিকে।

‘বালিঝড়’ সিরিয়ালে ঝোড়ার চরিত্রে অভিনয় করছেন তৃণা সাহা, মহার্ঘ্যর ভূমিকায় রয়েছেন কৌশিক রায় এবং স্রোতরূপে দেখা যাবে ইন্দ্রাশিসকে। আর সমুদ্র সেনের চরিত্রে রয়েছেন ভরত কল। প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাজিক মোমেন্টসের ব্যানারে তৈরি হয়েছে ‘বালিঝড়’। এর আগে ‘ইষ্টিকুটুম’, ‘কুসুমদোলা’, ‘ইচ্ছেনদী’, ‘শ্রীময়ী’, ‘ধুলোকণা’, ‘খড়কুটো’, ‘মোহর’-এর মতো জনপ্রিয় ধারাবাহিক তৈরি করেছে এই প্রযোজনা প্রতিষ্ঠান। ‘বালিঝড়’-এর চিত্রনাট্য লিখছেন লীনা গঙ্গোপাধ্যায়, প্রযোজনা ও পরিচালনায় শৈবাল বন্দ্যোপাধ্যায়। আগামীকাল থেকে প্রতিদিন বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে স্টার জলসায় দেখা যাবে ধারাবাহিকটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত