কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে আছে শতাধিক বিশাল আকৃতির মরা গাছ। প্রতিনিয়ত এসব গাছ থেকে ডাল ভেঙে পড়ে পথচারী আহতসহ যানবাহনের ক্ষতি হচ্ছে। যেকোনো সময় গোটা গাছই সড়কে ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
গাছগুলো সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে হলেও নানা কারণে তা অপসারণ করতে পারছে না কর্তৃপক্ষ। তবে প্রশাসন বলছে, সরকারি বিধি অনুযায়ী গাছগুলো কাটা হবে।
৩-৪ বছর ধরে সড়কের পাশের গাছগুলো একে একে মারা গেছে। ঝড়-বৃষ্টিতে বেশির ভাগ গাছের মরা ডাল ভেঙে গেছে। কঙ্কালের মতো দাঁড়িয়ে থাকা এসব গাছ ঝুঁকিপূর্ণ মনে করছেন পথচারীরা।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর অংশে বঙ্গবন্ধু হাইটেক সিটির প্রধান ফটকের সামনে থেকে শুরু করে উপজেলা চত্বর, কালিয়াকৈর থানা হয়ে লতিফপুর জোড়া ব্রিজ পর্যন্ত দূরত্ব প্রায় দেড় কিলোমিটার। সরেজমিনে দেখা গেছে, এই সড়কের দুই পাশে বিশাল আকৃতির কিছু মরা গাছ কোনো রকমে দাঁড়িয়ে আছে। দীর্ঘদিন মহাসড়কের পাশে বিশাল আকৃতির গাছগুলো মরে শুকিয়ে গেলেও তা অপসারণ করা হয়নি। এতে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। একটু ঝড়-বাতাসেই এই গাছগুলো ভেঙে পড়তে পারে।
জানা গেছে, মাঝেমধ্যেই মহাসড়কের ওপর মরা গাছের ছোট-বড় ডাল ভেঙে পড়ছে। কখনো মরা ডাল ভেঙে পড়ে পথচারী আহত হয়েছেন, যানবাহনেরও ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে ঝুঁকি নিয়েই সরকারি দপ্তর, থানা, পৌরসভা ও বঙ্গবন্ধু হাইটেক সিটিসহ বিভিন্ন স্থানে যাতায়াত করছেন হাজারো মানুষ।
লতিফপুর এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিন বলেন, ‘মাঝেমধ্যে আমাদের দোকানের ওপর মরা গাছের ডাল পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। এই গাছ না কাটলে আবারও দোকানের ওপর পড়বে। অনেক সময় মরা ডাল ভেঙে পড়ে পথচারী আহত হন।’
স্থানীয় বাসিন্দারা জানান, মহাসড়কে চলমান যানবাহনসহ সাধারণ পথচারীদের ওপর যেকোনো মুহূর্তে মরা গাছগুলো ভেঙে পড়তে পারে। দ্রুত অপসারণ করা না হলে ঝড়ের সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। লতিফপুর এলাকার শামসুল হক, আব্দুল মালেকসহ কয়েকজন বলেন, মরা গাছগুলো দ্রুত কাটা দরকার। বিষয়টা প্রতিনিয়তই প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের লোকজন দেখছেন, তারপরও মরা গাছ অপসারণের উদ্যোগ নেই। যেকোনো মুহূর্তে
বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে।
জানতে চাইলে চন্দ্রা বন বিট কর্মকর্তা শরিফ খান চৌধুরী এ ব্যাপারে বলেন, ‘গাছগুলো সড়ক ও জনপথ (সওজ) বিভাগের। তারা পদক্ষেপ না নিলে আমাদের কিছু করার নেই। আমরা তাদের এ বিষয়ে কোনো কিছু বলতেও পারি না।’
গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী রাশেদুল ইসলাম বলেন, ‘নিয়মের বাইরে গাছগুলো কাটা যাবে না। তবে ওই মরা গাছগুলোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এ ব্যাপারে আজকের পত্রিকাকে জানান, ‘মহাসড়কের পাশে মরা গাছের বিষয়ে স্থানীয় বন বিভাগসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হবে। পরে সরকারি বিধি অনুযায়ী গাছগুলো কাটা হবে।’
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে আছে শতাধিক বিশাল আকৃতির মরা গাছ। প্রতিনিয়ত এসব গাছ থেকে ডাল ভেঙে পড়ে পথচারী আহতসহ যানবাহনের ক্ষতি হচ্ছে। যেকোনো সময় গোটা গাছই সড়কে ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
গাছগুলো সড়ক ও জনপথ (সওজ) বিভাগের অধীনে হলেও নানা কারণে তা অপসারণ করতে পারছে না কর্তৃপক্ষ। তবে প্রশাসন বলছে, সরকারি বিধি অনুযায়ী গাছগুলো কাটা হবে।
৩-৪ বছর ধরে সড়কের পাশের গাছগুলো একে একে মারা গেছে। ঝড়-বৃষ্টিতে বেশির ভাগ গাছের মরা ডাল ভেঙে গেছে। কঙ্কালের মতো দাঁড়িয়ে থাকা এসব গাছ ঝুঁকিপূর্ণ মনে করছেন পথচারীরা।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিয়াকৈর অংশে বঙ্গবন্ধু হাইটেক সিটির প্রধান ফটকের সামনে থেকে শুরু করে উপজেলা চত্বর, কালিয়াকৈর থানা হয়ে লতিফপুর জোড়া ব্রিজ পর্যন্ত দূরত্ব প্রায় দেড় কিলোমিটার। সরেজমিনে দেখা গেছে, এই সড়কের দুই পাশে বিশাল আকৃতির কিছু মরা গাছ কোনো রকমে দাঁড়িয়ে আছে। দীর্ঘদিন মহাসড়কের পাশে বিশাল আকৃতির গাছগুলো মরে শুকিয়ে গেলেও তা অপসারণ করা হয়নি। এতে মারাত্মক ঝুঁকিপূর্ণ অবস্থার সৃষ্টি হয়েছে। একটু ঝড়-বাতাসেই এই গাছগুলো ভেঙে পড়তে পারে।
জানা গেছে, মাঝেমধ্যেই মহাসড়কের ওপর মরা গাছের ছোট-বড় ডাল ভেঙে পড়ছে। কখনো মরা ডাল ভেঙে পড়ে পথচারী আহত হয়েছেন, যানবাহনেরও ক্ষয়ক্ষতি হয়েছে। ফলে ঝুঁকি নিয়েই সরকারি দপ্তর, থানা, পৌরসভা ও বঙ্গবন্ধু হাইটেক সিটিসহ বিভিন্ন স্থানে যাতায়াত করছেন হাজারো মানুষ।
লতিফপুর এলাকার বাসিন্দা গিয়াস উদ্দিন বলেন, ‘মাঝেমধ্যে আমাদের দোকানের ওপর মরা গাছের ডাল পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। এই গাছ না কাটলে আবারও দোকানের ওপর পড়বে। অনেক সময় মরা ডাল ভেঙে পড়ে পথচারী আহত হন।’
স্থানীয় বাসিন্দারা জানান, মহাসড়কে চলমান যানবাহনসহ সাধারণ পথচারীদের ওপর যেকোনো মুহূর্তে মরা গাছগুলো ভেঙে পড়তে পারে। দ্রুত অপসারণ করা না হলে ঝড়ের সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। লতিফপুর এলাকার শামসুল হক, আব্দুল মালেকসহ কয়েকজন বলেন, মরা গাছগুলো দ্রুত কাটা দরকার। বিষয়টা প্রতিনিয়তই প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরের লোকজন দেখছেন, তারপরও মরা গাছ অপসারণের উদ্যোগ নেই। যেকোনো মুহূর্তে
বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে।
জানতে চাইলে চন্দ্রা বন বিট কর্মকর্তা শরিফ খান চৌধুরী এ ব্যাপারে বলেন, ‘গাছগুলো সড়ক ও জনপথ (সওজ) বিভাগের। তারা পদক্ষেপ না নিলে আমাদের কিছু করার নেই। আমরা তাদের এ বিষয়ে কোনো কিছু বলতেও পারি না।’
গাজীপুর সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী রাশেদুল ইসলাম বলেন, ‘নিয়মের বাইরে গাছগুলো কাটা যাবে না। তবে ওই মরা গাছগুলোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এ ব্যাপারে আজকের পত্রিকাকে জানান, ‘মহাসড়কের পাশে মরা গাছের বিষয়ে স্থানীয় বন বিভাগসহ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলা হবে। পরে সরকারি বিধি অনুযায়ী গাছগুলো কাটা হবে।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫