Ajker Patrika

সময়মতো চিকিৎসক ‘না থাকা’য় যুবকের মৃত্যু

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১৯: ০৯
সময়মতো চিকিৎসক ‘না থাকা’য় যুবকের মৃত্যু

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে সময়মতো চিকিৎসক ‘না থাকা’য় গলায় ফাঁস দেওয়া এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তাঁর স্বজনেরা। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে।

জানা গেছে, পাটগ্রাম পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রহমানপুর চাত্রারপাড় এলাকার নবীবর রহমানের ছেলে আরিফ বৃহস্পতিবার রাতে ঘরের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেন। বিষয়টি জানতে পেরে রাত ৯টায় পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান রোগীর স্বজনেরা।

আরিফের ভাতিজা মিজানুর রহমান মানিক বলেন, ‘গলায় ফাঁস দেওয়ার ঘটনা জানার সঙ্গে সঙ্গেই পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রায় ৪০ থেকে ৪৫ মিনিট ধরে চিৎকার করেও কোনো চিকিৎসককে পাওয়া যায়নি। এর মধ্যে আরিফের মৃত্যু হয়।’

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার রাতে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক মেডিকেল কর্মকর্তা কালী প্রসাদ রায় বলেন, ‘আমাদের প্রমাণ অনুযায়ী ৯টা ৩৫ মিনিটে রোগীকে হাসপাতালে আনা হয়। আমাকে জানানোর ৪ থেকে ৫ মিনিটের মধ্যে উপস্থিত হই। তার আগেই ওয়ার্ডবয় প্রেশার মাপে, অক্সিজেন দেয়। কিন্তু রোগী মৃত ছিল। ওই সময় রোগীর স্বজনেরাও জানে রোগী মৃত।’

পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘হাসপাতালে সিসিটিভি আছে, রক্ষিত রেজিস্ট্রারসহ রোগীর স্বজনদের বক্তব্য সবকিছু দেখা হয়েছে। এখন পর্যন্ত ওই রোগীর প্রাথমিক চিকিৎসায় কোনো অবহেলা হয়েছে বলে মনে হচ্ছে না। মূলত রোগীকে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। আনার সঙ্গে সঙ্গেই ওয়ার্ডবয়রা যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করে। এর দুই মিনিটের মধ্যে চিকিৎসক রাসেল আহম্মেদ, জরুরি বিভাগের চিকিৎসক কালী প্রসাদ রায় ৫ মিনিট ও আমি ৮ মিনিটের মধ্যে উপস্থিত হই। রোগীর স্বজনেরা এতটা উত্তেজিত কেন হয়েছিল, অন্য কোনো কারণ আছে কি না ভাবার বিষয়। হাসপাতালের টেবিল, চেয়ার ও জানালা ভাঙচুর করা হয়েছে। রোগীর স্বজনেরা অভিযোগ করলে বিভাগীয় তদন্ত করা হবে। ভাঙচুরের ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত