Ajker Patrika

চসিক কর্মকর্তাকে মারধর করলেন সাবেক কাউন্সিলর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১৩: ১৪
চসিক কর্মকর্তাকে মারধর করলেন সাবেক কাউন্সিলর

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) পরিচ্ছন্নতা তত্ত্বাবধায়ক সবুক্তগীন মাহমুদ তায়েছকে মারধরের অভিযোগে সাবেক এক কাউন্সিলরসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দুপুরে নগরের চান্দগাঁও থানার নূর নগর হাউজিং সোসাইটি এলাকায় মারধরের এ ঘটনা ঘটে। এরপর মাহমুদ তায়েছ বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৬-৭ জনকে আসামি করে চান্দগাঁও থানায় মামলা করেন।

আসামিরা হলেন ৬ নম্বর পূর্ব ষোলশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হাসান লিটন এবং তাঁর সহযোগী মিজানুর রহমান, আব্দুর রহমান, মো. বাদশা ও মো. মোরশেদ। তাঁদের মধ্যে মিজান ও মোরশেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। হাসান লিটন পূর্ব ষোলশহর ওয়ার্ড বিএনপি এবং নূর নগর হাউজিং সোসাইটি প্লট কল্যাণ মালিক সমিতির সাধারণ সম্পাদক।

সবুক্তগীন মাহমুদ তায়েছ জানান, গতকাল ষোলশহরের বির্জা খাল থেকে মাটি তুলে নুর নগর হাউজিংয়ে ফেলার জন্য নিয়ে যান তাঁরা। হঠাৎ হাসান লিটনের নেতৃত্বে তাঁদের ওপর হামলা করা হয়। এ সময় তাঁকে শার্টের কলার ধরে টেনে নিয়ে মারধর করে ট্রাকচালকের চাবি কেড়ে নেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত