Ajker Patrika

আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে: শামীম ওসমান

বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০১ জানুয়ারি ২০২২, ১১: ১৪
আমার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, ‘আমি এখনো মানসিকভাবে সুস্থ না। হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। অনেকটাই ভেঙে পড়েছি। কারণ আমার বাবা-মাসহ স্বজনদের কবরে শ্মশানের মাটি এনে রেখেছিল। সেই ঘটনার মানসিক যন্ত্রণা এখনো আমি ঘুচাতে পারি নাই। তাই আমার মনটা বেশি ভালো না।’

গতকাল বৃহস্পতিবার বিকেলে শহরের রাইফেল ক্লাবে মতবিনিময় কালে এই মন্তব্য করেন শামীম ওসমান। সদ্য অনুষ্ঠিত ফতুল্লা ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শামীম ওসমান বলেন, ‘রাজনীতিতে আমাদের পূর্ব পুরুষদের অনেক অবদান আছে। আমরা সে হিসেবে অনেক নগণ্য। যখন তাঁদের কবরে এমন ঘটনা ঘটে তখন কষ্ট লাগে। সেই কষ্টের দাগ এখনো শুকায়নি। জানি না কবে শুকাবে। ঘটনার পর সিটি করপোরেশন একটা প্রেস রিলিজ দিল। কিন্তু সেখানেও তাদের মিথ্যার আশ্রয়।’

ফতুল্লায় পরিবর্তন করার ঘোষণা দিয়ে সাংসদ বলেন, ‘আমি অচিরেই ফতুল্লার মানুষের ঘরে ঘরে যাব, যেভাবে ভোটের আগে গিয়েছিলাম। এলাকাভিত্তিক পঞ্চায়েত ব্যবস্থা শুরু করব। পাড়া মহল্লার পরিবেশ পরিবর্তন আনতে হবে।’

মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আবু হাসনাত শহীদ বাদল, বন্দর উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ রশিদ, মহানগর আওয়ামী লীগের সম্পাদক খোকন সাহা, সহসভাপতি চন্দন শীল, যুগ্ম সম্পাদক শাহ নিজাম, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বপন প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত