Ajker Patrika

পুকুরে সরু হচ্ছে পাকা সড়ক

এনামুল হক, ফুলপুর
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১২: ১৭
Thumbnail image

ফুলপুর উপজেলার ব্যস্ত সড়কের একটি আমুয়াকান্দা-বাহাদুরপুর পাকা সড়ক। এ সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করে অসংখ্য যানবাহন ও সাধারণ মানুষ। এ ব্যস্ত সড়কের পয়ারী অংশে সড়কের উভয় পাশে রয়েছে পুকুর। তাই সড়কটি দিন দিন পুকুরে ভেঙে সরু হচ্ছে। ঘটছে নানা ধরনের দুর্ঘটনা।

ওই সড়কে চলাচলকারী মানুষের অভিযোগ, প্রায় দুই দশক ধরে আমুয়াকান্দা-বাহাদুরপুর সড়কের পয়ারী অংশে ভেঙে সরু হয়ে যাচ্ছে। পুকুরের পাড় হিসেবে সড়কটি ব্যবহার করায় এ ভাঙন হচ্ছে বলে তাঁরা জানান। এতে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। প্রায়ই যানবাহন পুকুরে পড়ে হতাহতের ঘটনা ঘটছে। এতে, নষ্ট হচ্ছে বিভিন্ন পণ্য। ৫ ডিসেম্বর ৩০০ মণ ধানবোঝাই করে একটি ট্রাক নেত্রকোনা যাচ্ছিল। পথে ওই অংশের একটি পুকুরে ট্রাকটি পড়ে যায়। এতে চালক ও সহকারী আহত হন।

আমুয়াকান্দা বাজারের নজরুল ইসলাম বলেন, সড়কটি দিন দিন ভেঙে সরু হলেও সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছেন না কর্তৃপক্ষ। সড়কের পাশে পুকুরে গাড়ি পড়ে দুর্ঘটনা ঘটছে। আর এখন দুর্ঘটনার শঙ্কা নিয়ে প্রতিদিন মানুষ এ সড়কে চলাচল করছেন। এ রাস্তায় চলাচলকারী সৈয়দ আদনান বাপ্পী বলেন, ১০ মাস আগে এ সড়ক দিয়ে গাড়ি নিয়ে চলার সময় আর একটা গাড়িকে পাশ কাটিয়ে যাওয়ার সময় পুকুরে পড়ে আমার পা ভেঙে যায়। আজও তা নিয়ে দুর্ভোগ পোহাচ্ছি। এ রাস্তা দিয়ে চলাচলের সময় এখন ভয় হয়। আবুল কালাম নামে এক শিক্ষক বলেন, এ সড়ক দিয়ে ১৫-২০টি গ্রামের মানুষসহ ১০-১২টি স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিদিন চলাচল করেন। পুকুরের এ ভাঙন রোধে রাস্তাটি মেরামত করা জরুরি। তা না হলে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

জহুরুল ইসলাম নামে এক ব্যবসায়ী বলেন,  এ রাস্তাটি দিয়ে ব্যবসায়ীরা প্রতিদিন তাঁদের পণ্য আনা-নেওয়া করেন। দুই পাশের পুকুরের কারণে সড়কটি ভেঙে সরু হয়ে গেছে। সড়কের ওই অংশে গাড়ি পুকুরে পড়ে যাওয়া এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। তাই ব্যবসায়ীরা এখন এই সড়কে ঝুঁকি নিয়ে পণ্য পরিবহন করেন। পুকুরের মালিক আবু তালেব বলেন, ‘যে দিক দিয়ে ভেঙে যায় সে দিকেই ব্যক্তি উদ্যোগে ইট সুরকি দিয়ে ভরাট করি। দু-এক বছরের মধ্যে পুকুরগুলো নতুন করে খনন করব। তখন পাঁচ থেকে সাত হাত জায়গা রেখে খনন করব।’ উপজেলা প্রকৌশলী মামুন-অর-রশীদ বলেন, আমুয়াকান্দা হতে পয়ারী হয়ে বাহাদুর পর্যন্ত  ৬ দশমিক ৭ কিলোমিটার সড়ক। সড়কটি প্রশস্ত করে নির্মাণের জন্য ৮ কোটি টাকার একটি প্রস্তাব ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই সড়কের কাজ শুরু করা হবে বলেও তিনি জানান। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত