Ajker Patrika

অস্ত্রোপ্রচার বন্ধ, নষ্ট হচ্ছে লাখ টাকার যন্ত্র

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ০৭
অস্ত্রোপ্রচার বন্ধ, নষ্ট হচ্ছে লাখ টাকার যন্ত্র

নীলফামারীর ডিমলা স্বাস্থ্য কমপ্লেক্স জনবলসংকটসহ মাত্র ছয় চিকিৎসক দিয়ে চলছে সাড়ে তিন লাখ মানুষের স্বাস্থ্যসেবা। এ ছাড়া গত এক দশকেও চালু হয়নি হাসপাতালের অপারেশন থিয়েটার। এতে ভোগান্তি পোহাচ্ছেন উপজেলার দরিদ্র রোগী। নষ্ট হওয়ার উপক্রম লাখ টাকা ব্যয়ে স্থাপন করা আধুনিক যন্ত্রপাতি।

সূত্রে জানায়, ২০১২ সালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভবন ও পোস্ট অপারেটিভ রুমসহ তৈরি করা হয় অত্যাধুনিক ওটি বিভাগ। সেসঙ্গে এটি চালু করতে যন্ত্রপাতি সরবরাহ করলেও সার্জারি, অ্যানেসথেসিয়া ও গাইনি কনসালট্যান্ট না থাকায় ১০ বছরেও তা চালু করা যায়নি। এ ছাড়া হাসপাতালে ২১ জন চিকিৎসকের বিপরীতে কাগজে-কলমে ১৪ জন থাকলেও বর্তমানে কর্মরত আছেন দন্ত চিকিৎসকসহ মাত্র ছয়জন। বাকি আটজন সংযুক্তিতে দায়িত্ব পালন করছেন অন্য জেলা-উপজেলায়।

হাসপাতালে গিয়ে দেখা যায়, প্রতিদিন গড়ে প্রায় ৬ শতাধিক রোগী দেখছেন ৫ জন চিকিৎসক। করোনার নমুনা সংগ্রহ, মা ও শিশু পরিচর্যা কেন্দ্রে সেবা দিতে গিয়ে বিপাকে পড়েন হাসপাতাল কর্তৃপক্ষ।

৫০ শয্যার এই হাসপাতালে ৮৫-১০০ জন রোগী প্রতিদিন ভর্তি হয়। এ ছাড়া জরাজীর্ণ ভবন ও ছাদ চুঁইয়ে পানি পরায় চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। ভবনের ভেতরেও ছাদের পলেস্তারা খসে পড়ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সারোয়ার আলম জানান, ব্যাপক জনবল ঘাটতি রয়েছে। অনেকগুলো মেডিকেল কর্মকর্তার পদ খালি। দীর্ঘদিন ধরে অপারেশনের জন্য তিনটি পদ (সার্জারি, অ্যানেসথেসিয়া ও গাইনি) শূন্য। পর্যাপ্ত যন্ত্রপাতি থাকলেও জনবলসংকটে অপারেশন থিয়েটার চালু করা যাচ্ছে না। অপারেশন থিয়েটার চালু করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত