Ajker Patrika

‘অপরিকল্পিতভাবে গড়তে দেওয়া হবে না ঢাকাকে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১১: ১৯
‘অপরিকল্পিতভাবে গড়তে দেওয়া হবে  না ঢাকাকে’

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যেই ড্যাপ গেজেট আকারে প্রকাশ করা হবে। ঢাকাকে কোনোভাবেই অপরিকল্পিতভাবে গড়ে তুলতে দেওয়া হবে না। ড্যাপ চূড়ান্ত করার পর তা বাস্তবায়নে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, নগর পরিকল্পনাবিদ, আবাসন ব্যবসায়ী ও স্থপতিসহ সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসতে হবে।

শনিবার হোটেল সোনারগাঁওয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) আয়োজিত খসড়া বিশদ অঞ্চল পরিকল্পনা-ড্যাপ (২০১৬-২০৩৫) চূড়ান্তকরণের লক্ষ্যে জাতীয় সেমিনারে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তাজুল ইসলাম বলেন, ‘ড্যাপ চূড়ান্ত করার লক্ষ্যে আমরা নগর পরিকল্পনাবিদ, পরিবেশবাদী, রিহ্যাব, বিএলডিএসহ সব পক্ষের মতামত নিয়েছি। এ ছাড়া খসড়া ড্যাপ নীতিমালা ওয়েবসাইটে আপলোড করায় সেখানেও অনেকে মতামত দিয়েছেন। সেগুলোও আমলে নেওয়া হয়েছে। সবার যৌক্তিক পরামর্শ ও মতামত অন্তর্ভুক্ত করেই এটি চূড়ান্ত করা হচ্ছে।’

ড্যাপের প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে ড্যাপ বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতি, পরিকল্পনাবিষয়ক যাবতীয় বিষয়াদি তুলে ধরা হয়। সেমিনারে বক্তব্যকালে গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী শরীফ আহমেদ বলেন, প্রস্তাবিত ড্যাপে ভূমির সঠিক ব্যবহার করে আবাসিক ও বাণিজ্যিক এলাকাসহ কৃষি অঞ্চল, জলাশয়, ওয়াটার রিটেনশন, বনাঞ্চল, উন্মুক্ত স্থান, বন্যাপ্রবাহ এলাকাসহ সবকিছুই পরিকল্পনায় নেওয়া হয়েছে।

রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নূরী বলেন, ঢাকার কেন্দ্রীয় এলাকায় জনসংখ্যার চাপ কমাতে এবং সব এলাকায় সুষম উন্নয়ন নিশ্চিত করতে বিদ্যমান ধারণক্ষমতা ও সড়ক অবকাঠামোর ধারণক্ষমতাসহ অন্যান্য নাগরিক সুবিধার ওপর ভিত্তি করে এলাকাভিত্তিক জোনিং করা হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভী বলেন, নগরীর দুর্ভোগের জবাব দিতে হয় জনপ্রতিনিধিদের। তাই পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নে তাঁদের প্রাধান্য নিশ্চিত করতে হবে। এ জন্য সিটি ও পৌর মেয়রদের ক্ষমতায়ন জরুরি।

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান বলেন, প্রস্তাবিত ড্যাপে পরিবেশবান্ধব শহর তৈরির বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। এটি বাস্তবায়িত হলে যাতে জলাবদ্ধতা তৈরি না হয়, সেটি মাথায় রাখতে হবে।

নগর গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, ‘এখানে যাঁরা কথা বলছেন, তাঁদের সবাই ড্যাপ বাস্তবায়নের সঙ্গে জড়িত। কিন্তু এই প্রকল্প যাঁদের ওপর বাস্তবায়িত হবে, তাঁদের কোনো প্রতিনিধিত্ব এখানে নেই।’

এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন বলেন, ‘ঢাকার চারপাশে চারটি নদী রয়েছে। নদীগুলোকে আলাদা না করে কীভাবে কাজে লাগানো যায়, সে বিষয়ে আমাদের ভাবা উচিত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত