Ajker Patrika

ঘানির মেশিন পেলেন সেই সুফিয়া

গোপালপুর প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৯: ১৭
ঘানির মেশিন পেলেন সেই সুফিয়া

চল্লিশ বছর ধরে ঘানি টানা গোপালপুর উপজেলার জোত আতাউল্যা গ্রামের সেই অসহায় সুফিয়া বেগমের (৫৫) পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমরা গোপালপুরবাসী’। সুফিয়া বেগমকে দেওয়া হয়েছে যন্ত্রচালিত ঘানি টানা মেশিন ও শীতবস্ত্র। গতকাল রোববার বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. পারভেজ মল্লিক সুফিয়া বেগমের বাড়িতে ঘানি টানা মেশিনের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, গোপালপুর থানার পরিদর্শক (তদন্ত) মামুন ভূঁঞা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্ত, আমরা গোপালপুরবাসী ফেসবুক গ্রুপের সদস্য।

বিশেষ পদ্ধতিতে তৈরি ঘানি পেয়ে খুশি সুফিয়া বেগম বলেন, ‘জীবনে এমন পরিবর্তন আসবে, তা কখনো ভাবিনি। এখন থেকে আর বুকে চেপে ঘানি ঘোরাতে হবে না। নতুন এই ঘানি দিয়ে আগামী দিনগুলো সুখে কাটাতে পারব বলে আশা করি। আর কারও মুখাপেক্ষী হতে হবে না ভেবে ভালো লাগছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত