Ajker Patrika

এবার ‘পুনর্জন্ম ৩’ নিয়ে মেহজাবীন

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৯: ১২
এবার ‘পুনর্জন্ম ৩’ নিয়ে মেহজাবীন

গত বছরের জুলাইয়ে চ্যানেল আইয়ে প্রচার হয় থ্রিলারধর্মী নাটক ‘পুনর্জন্ম’। পরিচালনা করেন ভিকি জাহেদ। নাটকটি ব্যাপকভাবে দর্শকপ্রিয়তা পেয়েছিল। পরে পরিচালক নির্মাণ করেন এই নাটকের দ্বিতীয় কিস্তি ‘পুনর্জন্ম ২’, সেটিও দর্শকমহলে দারুণভাবে সাড়া ফেলে। এরই ধারাবাহিকতায় নির্মাতা শিগগির নিয়ে আসবেন নাটকের তৃতীয় কিস্তি ‘পুনর্জন্ম ৩’। তিন কিস্তিতেই শহরের বিখ্যাত শেফ রাফসান হক চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো। রাফসানের স্ত্রী নীলা চরিত্রে আছেন মেহজাবীন চৌধুরী। একেবারে ভিন্ন ধাঁচের গল্পটিতে নিশো ও মেহজাবীনের অভিনয়ে দর্শক মুগ্ধ হয়। তুমুল আগ্রহ জন্মায় নাটকটি ঘিরে।

সবশেষে ‘শুক্লপক্ষ’ নামের একটি ওয়েব ফিল্মের সঙ্গেও গল্পটির সংযোগ দেখান নির্মাতা ভিকি। দর্শকের বুঝতে কষ্ট হয়নি, ‘পুনর্জন্ম ইউনিভার্স’ তৈরি করছেন তিনি। পরিচালক ভিকি জাহেদ বলেন, ‘আমাদের এখানে এ রকম ইউনিভার্স আগে কখনো তৈরি হয়নি। হয়তো একই ধাঁচের গল্প নিয়ে একাধিক কাজ হয়েছে। কিন্তু একটি গল্পের সঙ্গে আরেকটির সংযোগ ঘটিয়ে এ রকম কাজ হয়নি।’

কিছুদিন আগেই ‘পুনর্জন্ম ৩’-এর ঘোষণা দিয়েছেন নির্মাতা। এর অধিকাংশ শুটিং হয়ে গেছে। কিছু দৃশ্য বাকি ছিল। সেটাই শুক্রবার থেকে ধারণ করা হচ্ছে। নির্মাতা জানালেন, দিনদুয়েকের মধ্যেই এটা সম্পন্ন হয়ে যাবে। এরপর পোস্ট প্রোডাকশনের কাজ শুরু হবে পুরোদমে। মেহজাবীন বলেন, ‘আমরা পুনর্জন্ম সিরিজ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। এর নতুন কিস্তি কবে আসবে, নেটে এলেই এই প্রশ্ন শুনি দর্শকদের কাছ থেকে। তাদের জন্য এটুকু জানাতে পারি, দারুণ কিছু আসছে।’ 
আগামী ১ অক্টোবর প্রচার হবে ‘পুনর্জন্ম ৩’। আফরান নিশো বলেন, ‘দর্শকেরা এটা নিয়ে যে আগ্রহ দেখিয়েছেন, তাঁদের নিরাশ না করতেই সুন্দরভাবে প্রজেক্টটি করার চেষ্টা করছি, যার কারণে কিছুটা দেরি হলো।’

‘পুনর্জন্ম’ নাটকের তিনটি পর্বে একেবারেই ভিন্ন লুকে হাজির হয়েছেন মেহজাবীন। ‘পুনর্জন্ম’ নাটকে শেফ রাফসান হক চরিত্রে অভিনয় করেছেন নিশো।‘পুনর্জন্ম’ নাটকের প্রথম ও দ্বিতীয় পর্বে যাঁদের দেখা গেছে, তাঁরা সবাই আছেন নাটকটির তৃতীয় পর্বেও। এ ছাড়া ওয়েব ফিল্ম ‘শুক্লপক্ষ’র কিছু চরিত্রও যুক্ত হয়েছে এই গল্পে। ফলে অনেক তারকার সম্মিলন হচ্ছে।

নাটকটির প্রথম ও দ্বিতীয় কিস্তিতে যাঁদের দেখা গেছে, তাঁরা সবাই আছেন নাটকটির তৃতীয় পর্বেও। এ ছাড়া ওয়েব ফিল্ম ‘শুক্লপক্ষ’র কিছু চরিত্রও যুক্ত হয়েছে এই গল্পে। ফলে অনেক তারকার সম্মিলন হচ্ছে। ভিকির ভাষ্য, ‘পুনর্জন্ম ইউনিভার্স নিয়ে দর্শকের অনেক আগ্রহ। তাই খুব যত্ন আর পরিশ্রম দিয়ে কাজটি করছি। এই গল্পেও অনেক টুইস্ট থাকছে। তবে শেষ মুহূর্তে থাকবে বড় চমক।’

সিক্যুয়েল তো বটেই, নির্মাতা ভিকির ভাবনায় রয়েছে তাঁর নানা নির্মাণে ‘পুনর্জন্ম’র রেশ ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা। গড়তে চাইছেন ‘পুনর্জন্ম ইউনিভার্স’। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত