Ajker Patrika

বিনোদন সাংবাদিকদের প্রশিক্ষণ

বিনোদন সাংবাদিকদের প্রশিক্ষণ

দেশের বিনোদন সাংবাদিকদের বিশেষ প্রশিক্ষণ দিয়েছে পিআইবি (প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ)। গত ৩০ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজিত তিন দিনব্যাপী এই প্রশিক্ষণের শিরোনাম ছিল ‘বিনোদন সাংবাদিকদের জন্য রিপোর্টিং প্রশিক্ষণ’। বিনোদন বিভাগের অভিজ্ঞ সাংবাদিক এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়াবিষয়ক শিক্ষকদের পাশাপাশি পিআইবির নিজস্ব প্রশিক্ষকের মাধ্যমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। অংশ নিয়েছেন ৩৫ জন সাংবাদিক। প্রশিক্ষণ দিয়েছেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ, সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের চেয়ারম্যান ইমরান হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষক রাকিবুল হাসান, চলচ্চিত্র পরিচালক মতিন রহমান, ঢাকা প্রেসের সম্পাদক মোহাম্মাদ সালেক, সিনিয়র সাংবাদিক চিন্ময় মুৎসুদ্দী, কায়কোবাদ মিলন ও দৈনিক খবরের কাগজের ফিচার সম্পাদক খালিদ আহমেদ।

প্রশক্ষণে বিনোদন সাংবাদিকতার অতীত ও বর্তমান, সাক্ষাৎকার, রিপোর্টিং, সংবাদ ও ফিচার লেখার কৌশল, ফ্যাক্টচেক, ডিপফেক, ক্যামেরায় সাংবাদিকতাসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

গতকাল সমাপনী আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনের (বিএফডিসি) ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন। তিনি এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের প্রশংসা জানান, পাশাপাশি আরও বেশি সাংবাদিক অংশগ্রহণের লক্ষ্যে অনলাইনেও প্রশিক্ষণ প্রদানের আহ্বান জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

সিঙ্গাপুরে স্থায়ী বসবাসের সুযোগ, আবেদন ফি মাত্র ৭ হাজার টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত