Ajker Patrika

হাতের ছাপে ফ্লেমিংগো বানাও

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৩ মে ২০২২, ১০: ০৮
হাতের ছাপে ফ্লেমিংগো বানাও

ফ্লেমিংগো পাখি দেখেছ তোমরা? সাদা, কমলা বা গোলাপি রঙের মিলমিশের পাখিটি আফ্রিকা, দক্ষিণ-পশ্চিম ইউরোপ ও দক্ষিণ এশিয়ার জলাভূমি অঞ্চলে থাকে। তুমি কিন্তু চাইলে এ পাখিটি নিয়ে আসতে পারো ঘরের ভেতর।

বানাতে যা লাগবে

  • লাল, কমলা বা গোলাপি রঙের কাগজ।
  • ঠোঁট বানাতে হলুদ আর চোখ বানাতে সাদা রঙের কাগজ।
  • মার্কার পেন ও পেনসিল।
  • আইকা।
  • কাঁচি।

চলো বানাই

  • ফ্লেমিংগো বানাতে যেকোনো একটি রঙের কাগজ বেছে নিয়ে তার ওপর নিজের হাতটা রাখো। এবার পেনসিল দিয়ে আউটলাইন করে নাও। কাঁচি দিয়ে কেটে ফেলো হাতের ছাপ।
  • এবার লাল কাগজের ওপরই বাবল লেটারে অঙ্কে ১ লিখে সেটাও কেটে নাও।
  • কেটে রাখা হাতের ছাপের ওপর অঙ্কে লেখা ও কেটে নেওয়া ১ সংখ্যাটিকে উল্টো করে লাগিয়ে নাও আইকা দিয়ে। হাতের ছাপ হলো পাখির শরীর ও উল্টো করে লাগানো ১ হলো গলা ও মাথা।
  • এরপর লাল কাগজ লম্বা লম্বা করে কেটে বানাও পা। আইকা দিয়ে পা দুটো লাগিয়ে নাও।
  • পাতার মতো করে হলুদ কাগজ কেটে বানাও ফ্লেমিংগোর ঠোঁট। আইকা দিয়ে বসিয়ে নাও জায়গামতো।
  • সাদা কাগজ গোল করে কেটে বসাও চোখের জায়গায়। এবার মার্কার পেন দিয়ে এঁকে নাও চোখের মণি।
  • চাইলে মার্কার পেন দিয়ে পুরো পাখিটা আউটলাইন করে নিতে পারো।

এবার বলো, হ্যালো মিস্টার ফ্লেমিংগো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত