Ajker Patrika

গরু চুরির শোক সইতে না পেরে মৃত্যু!

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১১: ১০
গরু চুরির শোক সইতে না পেরে মৃত্যু!

মানিকগঞ্জের ঘিওরের দুই দিনে ১০টি গরু চুরি হয়েছে। গত সোমবার ও মঙ্গলবার দিবাগত রাতে ঘিওর সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে। গরু চুরির শোক সইতে না পেরে এক কৃষকের বাবার মৃত্যু হয়েছে বলে দাবি তাঁর স্বজনদের।

ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, বুধবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলা সদর ইউনিয়নের পশ্চিম দোতরা গ্রামের আবুল বাশারের চারটি গরু চুরি হয়ে গেছে। ওই রাতেই একই গ্রামের তফিজ মাতব্বরের একটি গাভি ও দুইটি বাছুর চুরি হয়েছে।

এর আগের রাতে সোমবার কৃষি খামারি মো. আনোয়ার হোসেনের তিনটি গরু চুরি হয়। চোরেরা রাস্তার পাশে গরু জবাই করে গোশত নিয়ে একটি গরুর মৃত বাছুর ও চামড়া ফেলে রেখে যায়। এলাকার লোকজন মঙ্গলবার ভোরে রাস্তার পাশ দিয়ে যাওয়ার পথে বিষয়টি দেখতে পান।

এদিকে, গতকাল বুধবার ভোরে আনোয়ারের বাবা আমজাদ মাস্টার বুকে ব্যাথাজনিত কারণে মারা যান। স্বজনদের দাবি, গরু চুরির শোক সইতে না পেরে তিনি মারা গেছেন।

আনোয়ার হোসেন বলেন, ‘আমি রাতেই থানায় ফোন দিয়েছিলাম। কিন্ত তারা (পুলিশ) না এসে আমাকে থানায় যেতে বলেছেন।’

ঘিওর থানার পরিদর্শক (তদন্ত) মো. মহব্বত খান বলেন, ‘ক্ষতিগ্রস্ত খামারিদের সঙ্গে কথা বলেছি। এ ঘটনায় সড়কে টহলের পাশাপাশি বিভিন্ন যানবাহনেও তল্লাশি জোরদার করা হচ্ছে। সংঘবদ্ধ এই চোরচক্রকে দ্রুত আইনের আওতায় আনা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

অমর্ত্য সেনের বক্তব্যের প্রতিক্রিয়ায় যা বললেন জামায়াতের আমির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত